আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসা সম্পর্কে আমার কিছু উক্তি ( ১০০% কাজে লাগবে)

বিনা অপরাধে যারা শাস্তি পায়, তাদের কষ্ট শেয়ার করা যায় না। ১। সিগারেট ও মেয়েদের মধ্যে মিল কি যানেন, দুটাই ক্ষতিকর কিন্তু আমরা দুটাই চাই। ২। যে মেয়ে যত বেশী সুন্দরী, মনে রাখবেন আপনার সিরিয়াল তত পরে।

৩। মানুষ ছ্যাঁকা খেলে কষ্ট পায় না; কষ্ট পায় এই ভেবে যে, সে জীবনে আর কোন দিন ছ্যাঁকা খাবে না। ৪। ভালোবাসা হলো বেলুনের মত; আপনি যদি এটা ছেড়ে দিতে পারেন, তাহলে আপনি অনেক উপরে উঠতে পারবেন। ৫।

মনে রাখবেন, জাহান্নামে গেলে সাবার আগে আপনার চোঁখকে শিখকাবাব বানাইবো। ৬। মেয়ে হলো এন্টিভাইরাসের মত, আপনি যদি ঠিক মত ইনিষ্টল করতে পারেন, আমি sure আপনার কোন ভাইরাস আপনাকে এটার্ক করতে পারবেনা। ৭। অন্যের বউকে দেখতে সব সময় ভালো লাগে কিন্তু অন্যকে দেখতে না।

৮। এটা ঠিক একটা মেয়ে চলে গেলে দশটা মেয়ে আপনার দরজা আসবে কিন্তু আপনার দরজা তখন সংকির্ন থাকে। ৯। ভালোবাসার ক্ষেত্রে নিজেকে MAN হিসাবেই ভাবা উচিত, কিন্তু আমরা বেশীর ভাগ মানুষ BOY এর মত কাজ করি। ১০।

আপনের future আপনের কাছে রাখা উচিত, আপনার future যদি আপনার Girl friend কছে রাখেন, তাহলে আপনি মরছেন।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.