আমাদের কথা খুঁজে নিন

   

জাকির নায়েক কে আমার ভাল লাগে না কেন?(৬)

I am a general Muslim প্রিয় কমেন্টার ভাইয়েরা সবাই শান্ত হইয়া গেলেন কেন? কি ব্যাপার? আশা করি আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়েগেছেন। না পেলে আরও মন্তব্য করুন। তবে অপ্রাসঙ্গিক কিছ লিখবেন না। আমার লেখায় যদি কোন ভুল পান তাহলে সংশোধন করে দিবেন। এছাড়া অন্য কোন অপ্রাসঙ্গিক মন্তব্য কাম্য নয়।

পূর্বের পোস্টগুলো ভাল মত পড়ে নিবেন। যারা আগের পোস্টগুলোতে মন্তব্য করেছেন সেই পোস্টগুলোতে যদি আর কোন প্রশ্ন থাকে তাহলে সেই পোস্টে অবশ্যই প্রশ্ন করবেন। যাই হোক আজকে আরও কিছু কারন লিখছি। ১১। একটা প্রবাদ ছিল ন্যাড়া নাকি এক বার বেল তলায় যায়।

কিন্তু এই প্রবাদ টি মিথ্যা প্রমান করেছে খ্রিস্টান পন্ডিত রা। জাকির নায়েকের মত জ্ঞানী লোকের সাথে তাদের বার বার বিতর্কে পরাজিত হয়ে আবারও বিতর্ক করতে যাওয়ার মানে কি? কি দরকার তাদের সবার সামনে অপমানিত হওয়ার? আসলে আমি যেন একটু কেমন? সব জিনিস খুতিয়ে দেখতে ইচ্ছা করে। কিন্তু সব জায়গায় যাওয়ার উপায়ত নাই। কিন্তু খুতিয়ে না দেখে তার মাসআলাত মানতে পারি না। প্রশ্নের উত্তর আশা করছি জাকির নায়েকের ভক্ত ব্লগার ভাইদের কাছে।

তবে একটা উত্তর আমি এর আগের পোস্টটিতে উল্লেখ করেছি। ব্লগার ভাইয়েরা কিন্তু সেই কারনটাকে উড়িয়ে দিতে পারেন নাই। অহেতুক আমার উপর নমরুদের মত চড়াও হয়েছেন। একটা ঘটনা শুনেছিলাম: নমরূদকে যখন ইবরাহীম(আ.) বলল যে আমার রব সূর্যকে পূর্ব দিকে উদিত করে আর পশ্চিম দিকে অস্তমিত করে তখন নমরূদ ত দেখল যে তার দ্বারা এই কাজ কোন দিন সম্ভব না। কিন্তু নিজের খোদগীরী কেমনে টিকায় রাখা যায়।

উপায় অন্তর না দেখে বেচার নিজের স্বার্থ রক্ষায় বলল ঠিক আছে তাহলে তোমার রবের সাথে যুদ্ধ হবে। তেমনি ভাবে জাকির নায়েকের অন্ধ ভক্ত ব্লগার ভাইদেরও একই অবস্থা। পোস্টের কোন ভুল ধরতে না পেরে আমার উপর চড়াও হচ্ছেন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আমার লেখার ভুল থাকলে সংশোধন করবেন। কিন্তু আমার সম্পর্কে কাল্পনিক কোন মন্তব্য করবেন না।

২। টিভিতে ডিসএন্টেনার কানেকশন নাই তাদের কাছে জাকির নায়েক কিভাবে দাওয়াত পৌছাচ্ছেন। যারা টিভি দেখেন কিন্তু ইসলামী টিভি দেখেন না ( যেমন আমার জরিপ মতে আমার বিশ্ববিদ্যালয়ের কেউই পিস টিভি দেখেন না)। তাদের কাছে তিনি কি ভাবে দাওয়াত পৌছাচ্ছেন? সত্যিকার দায়ী যিনি তিনিত পুরা উম্মত কে নিয়ে ভাববেন। আজকে দুইটা প্রশ্ন করেই শেষ করলাম পরবর্তীতে আরও লিখব ইনশাআল্লাহ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.