আমাদের কথা খুঁজে নিন

   

ডিসকো বান্দরের সাথে সাক্ষাত । সাথে উনার অটোগ্রাফসহ একটি বই বোনাস ।

প্রায় একবছর থেকে ব্লগিং করছি । পড়ছি আরও বেশিদিন থেকে। একদিন হঠাত প্রথম পাতায় একটা পোস্ট দেখলাম 'রক্তাক্ত মুরগী,বিধ্বস্ত ডিসকো বান্দর ও আফ্রিকান রমনীর লালসার ফাঁদ' by ডিসকো বান্দর। শিরোনাম পড়ে বুঝতে পারছিলাম্না কেমন হবে । ঢুকবো কি ঢুকবো না ভাবতে ভাবতেই ঢুকে গেলাম।

কয়েক লাইন পড়ার পরেই বুঝলাম না ঢুকলে কি জিনিস মিস করতাম । সেই থেকে আমি ডিসকো বান্দরের একজন ফ্যান । আমার মতে উনার মতন রম্য ব্লগে আর কেউ লেখে না(শুধু আমার মতে না আর অনেকের মতেই) । গত কিছুদিন থেকেই অবসর সময় কাটাচ্ছিলাম । বিআইবিএম এ চান্স পাবার পর ব্যাংক এর চাকরিটাও ছেড়ে কয়েকদিনেই হাঁপিয়ে উঠেছিলাম ।

ভাবছিলাম অন্তত সময়টা কাটানর জন্য হলেইও একটা টিউশনি করা দরকার । হথাত প্রিয় ব্লগার ডিসকো বান্দর এর একটা সাময়িক পোস্ট দেখলাম টিউটর দরকার । কিছু না ভেবেই (কয়েকটা কোচিং এর অফার থাকা সত্তেও) উনাকে মেইল করে দিলাম । আর কিছু না হোক অন্তত ডিসকো বান্দর এর সাথে দেখাটা তো হবে !! সেটাই বা কম কিসে ??? কিছুক্ষনের মাঝেই উনার ফোন পেলাম । ২দিন পরের একটা ডেট দিয়ে বললেন উনার অফিস এ দেখা করতে ।

যথারীতি সময়মত উনার অফিসে পৌঁছে গেলাম (যদিও অফিস টা খুজে পেতে আমার একটু লেইট হয়ে গেছিল) । যেয়ে কিছুক্ষন অপেক্ষার পর উনি আসলেন । ভীষণরকম রসিক মানুষটার সাথে পরিচিত হয়ে অন্যরম একটা ভাল লাগা কাজ করছিল । আসলে রম্য লেখায় সিদ্ধহস্ত ডিসকো বান্দর এর সাথে বসে কিছুখন কথা বললে বোঝা যাবেনা কি ভীষণরকম আত্মপ্রত্যয়ী, কি অসাধারন মেধাবি একজন মানুষ উনি । মাত্র ১৫ মিনিটের সাক্ষাতেই বোঝা হয়ে গেছিল অসাধারন একজনের সাথে কথা বলছি আমি ।

উনার প্রতিটা কথাতে ঝরে পরছিল আত্মবিশ্বাস । এইচএসসি তে বোর্ড স্টান্ড করা মানুষটা বুয়েট থেকে বিএসসি করে আইবিএ'তে এমবিএ ও করেছেন !!!! বাংলাদেশ সেনাবাহিনিতে ছিলেন দীর্ঘদিন । সেটাও ছেরে এখন একটা প্রাইভেট কম্পানিতে কর্মরত আছেন । ভিসন বিজি থাকাই ১৫ মিনিটের সাক্ষাতেই সন্তুষ্ট থাকতে হল। আসার সময় উপহার পেলাম উনার অটোগ্রাফ সহ উনার নিজের লেখা বই "The Peacekeeper " . বাংলার লেখকরা ইংরেজি উপন্যাস লিখলে একটা জিনিস খেয়াল করি অধিকাংশ ক্ষেত্রেই সাহিত্যমান থাকেনা।

কেমন জানি একটা প্রবন্ধভাব চলে আসে । কিন্তু উনার নভেল টা পড়ে বুঝলাম এই লোক শুধু স্যাটায়ার না মেন্সট্রিম নভেল ও লিখেন অসাধারন । এরকম মানুষদের সাথে কিছুটা সময় কাটালে নিজের আত্মবিশ্বাসের পালেও যেন নতুন করে হাওয়া লাগে । অসাধারন একটা অভিজ্ঞতা ছিল ১৫ মিনিটের সেই নাতিদীর্ঘ সাক্ষাত । আশা করি আবার ও দেখা হয়ে যাবে চিরতরুন, চিররসিক ডিসকো বান্দর এর সাথে ।

পরিশিষ্টঃ ব্লগে সিরিয়াস লেখার অভাব না থাক্লেও মানসম্মত রম্যের ভীষণ অভাব । আমি ব্যাক্তিগতভাবে খুব মিস করি ডিসকো বান্দর এর হাসির পরমানু বোমাগুলো । Speak no evil, hear no evil, see no evil. শুভসন্ধ্যা সবাইকে । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.