আমাদের কথা খুঁজে নিন

   

ডিসকো বান্দরের রিসার্চ - ৬, ডেনমার্ক মাইগ্রেশন!

Speak no evil, hear no evil, see no evil. আজ ডেনমার্ক মাইগ্রেশন নিয়ে লিখবো! আপনারা নিশ্চই জানেন ডেনমার্ক পৃথিবীর সবচে সুখী দেশ হিসেবে বিবেচিত। তাছাড়া জীবন যাপনের মানও ওখানে অনেক উঁচু। ডেনমার্কে PR (Permanent Residency) পেতে হলে আপনাকে নুন্যতম ৪ বৎসর ডেনমার্কে থেকে কাজ করতে হবে। তারপর আপনি PR এর জন্য আবেদন করতে পারেন। তাই আগে জানুন কিভাবে Temporary Residency সহ Work Permit পেতে হয়।

ডেনমার্কে Greencard scheme এর মাধ্যমে আপনি Residency Permit পেতে পারেন। Residency Permit পেলে আপনি ও আপনার পরিবার ৩ বৎসরের জন্য Temporary Residency পাবেন যা ৩ বৎসর পার হয়ে গেলে আবার নবায়ন করতে হয়। এই Residency Permit পেলে আপনি ডেনমার্কে থাকা, পড়াশুনা ও চাকরী করতে পারবেন। এর জন্য আলাদা Work Permit দরকার নেই। কিন্তু নিজে ব্যবসা পরিচালনা করতে পারবেন না।

তাছাড়া আপনার পরিবারের সবার জন্য Health Insurance থাকা বাধ্যতা মুলক। এ ছাড়াও আপনার ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী আপনার পরিবার কে ১ বৎসর চালনার জন্য একটা নির্দিস্ট পরিমান টাকাও দেখাতে হবে। সেটা হোলো আপনার ও স্ত্রীর জন্য মোট ১৮ লক্ষ টাকা (১২৮,৮০৮ ডেনিশ ক্রোনার) এবং প্রতি সন্তানের জন্য ২.২৫ লক্ষ টাকা ( ১৬,১০৪ ডেনিশ ক্রোনার)। আপনাকে আবেদন করতে হলে ১০০ পয়েন্ট পেতে হবে নুন্যতম। ১।

শিক্ষা। আপনার সার্টিফিকেট ডেনিশ সরকার কে দিয়ে ভেরিফাই করাতে হতে পারে আগে। তবে সাধারনত বাংলাদেশ, ভারত, পাকিস্তানের ডিগ্রী ডেনিশ ডিগ্রীর একধাপ নিচে ধরা হয়। ব্যাচেলর ডিগ্রী্ + ১ বৎসর মাস্টার্স ডিগ্রী = ৫০ নম্বর ২ বৎসর মাস্টার্স ডিগ্রী = ৬০ নম্বর পি এইচ ডি = ৮০ নম্বর আপনার ডিগ্রী যদি ওদের পজিটিভ লিস্টের কর্মক্ষেত্রের মধ্যে থাকে তবে = ১০ নম্বর। এ ছাড়াও আপনার ইউনিভার্সিটি যদি বিশ্বের টপ ৪০০ ইউনিভার্সিটির মধ্যে হয় তবে বোনাস নম্বর পাবেন সর্বচ্চো ১৫।

২। ভাষা। আপনি (ইংরেজী/ জার্মান) এবং (ডেনিশ/সুইডিশ/নরওয়েজিয়ান) এর দক্ষতার জন্য নম্বর পাবেন। ধরে নিচ্ছি আপনি শুধু ইংরেজিতেই পারদর্শী! আপনি IELTS এ 6.5 বা TOEFL IBT তে 72 পেলে পাবেন ২০ নম্বর। তবে অন্য ভাষা গুলো জানা থাকলে পাবেন আরো ১০! ৩।

অভিগ্গতা। পজিটিভ লিস্টের মধ্যে উল্লেখিত কাজ গুলো অভিগ্গতার জন্য পাবেন ১০ নম্বর (১-২ বৎসর) বা ১৫ নম্বর (৩-৫ বৎসর)। অন্য কাজের অভিগ্গতার জন্য পাবেন ৫ নম্বর (৫ বৎসরের অভিগ্গতা)। ৪। বয়স।

৩৪ এর নিচে ১৫ নম্বর এবং ৩৫-৪০ বৎসর বয়স হলে ১০ নম্বর। ৫। বসবাসের অভিগ্গতা। ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশে থাকা বা পড়াশুনোর জন্য পাবেন সর্বচ্চো ১০ নম্বর। আপনার ১০০ পয়েন্ট হয়েছে? হলে সব কাগজ পত্র যোগার করে এই লিন্কে যেয়ে আবেদন করতে পারেন! ডেনমার্কে যেয়ে কাজ পাবার দায়িত্ব সম্পুর্ন আপনার।

ডেনিশ ভাষা জানা বাধ্যতামূলক না হলেও অনেক কাজে লাগবে বৈকি! আজ্ই আবেদন করুন না! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.