আমাদের কথা খুঁজে নিন

   

ডিসকো বান্দরের রিসার্চ ৪ - অস্ট্রেলিয়া মাইগ্রেশন!!

Speak no evil, hear no evil, see no evil. নোটিস। নতুন নিয়ম হয়েছে জুলাই ২০১২ থেকে প্রযোজ্য। বিস্তারিত জানতে দেখুন: http://www.immi.gov.au/skills/skillselect/ আজ চতুর্থ পর্বে অস্ট্রেলিয়া মাইগ্রেশন নিয়ে লিখবো। অনেক ভাবেই আপনি অস্ট্রেলিয়াতে মাইগ্রেট করতে পারেন। তবে সবচে কমন ভাবে যেটাতে সবাই যায় (Skilled – Independent (Migrant) Visa Subclass 175 বা GSM) তা নিয়েই আজকের লিখা।

আপনার যদি কোনো স্পন্সর না থাকে, আপনার স্কিল/কর্মক্ষেত্র/যোগ্যতা যদি অস্ট্রেলিয়া সরকার ঘোষিত লিস্টের সাথে মেলে, বয়স ৫০ এর নীচে হয়, ইংরেজিতে দক্ষ হন এবং আপনি যদি ওদের এসেসমেন্ট পয়েন্ট টে্স্টে পাস করেন তবে এ পথ আপনার জন্য। এ ভিসা আপনাকে ওদেশে স্হায়ী ভাবে থাকা, কাজ করা, পড়াশুনা করা, নাগরিক হওয়া এবং অন্য কাউকে স্পন্সর করার সুযোগ দেবে। পড়ুন...... ১। প্রথমেই দেখুন আপনার পেশা ওদের লিস্টে আছে কিনা। নীচের পিডিএফ ফাইল দেখুন: Click This Link ২।

এখন বসে পড়ুন ওদের অনলাইন পয়েন্ট টেস্ট দেবার জন্য। মনে রাখবেন পাশ মা্র্ক হচ্ছে ৬৫। নিচের সাইটে যেয়ে টেস্ট করুন। (আ ই এল টি এস - এ সব ব্যান্ড এ ৮ না থাকলে, অস্ট্রেলিয়া তে পড়াশুনা না থাকলে, বয়স ৪৪ এর ওপর হলে, আপনার স্ত্রী যদি গৃহিনী হন তবে পাশ মার্ক পাওয়া খুবই কঠিন)। Click This Link ৩।

আপনি পয়েন্ট টেস্টে পাশ করলে আবেদন করতে পারবেন অনলাইনে বা সাধারন কাগুজে ফর্মে। আবেদনের সাথে অনেক ডকুমেন্ট পাঠাতে হবে যার লিস্ট নীচে ক্লিক করে দেখুন: Click This Link ৪। এপ্লিকেশন ফি অস ডলার ৩,০০০ এবং এটা অফেরতযোগ্য। এ ব্যাপারে বিস্তারিত জানতে হলে ওদেশের ইমিগ্রেশন অথরিটির বই ডাউনলোড করুন নিচের লিন্ক এ: Click This Link উফফ! অস্ট্রেলিয়া ইমিগ্রেশন আমেরিকার চেয়েও কঠিন! অনেক ফোরাম ঘেটে দেখলাম জীবন যাত্রার খরচ মাসে ৪০০০ ডলার, সাধারন ভাবে থাকার জন্য। অবশ্য ওখানে যারা আছেন তারাই ভালো বলতে পারবেন! চেস্টা করেই দেখুন না! আজ চতুর্থ পর্বে অস্ট্রেলিয়া মাইগ্রেশন নিয়ে লিখবো।

অনেক ভাবেই আপনি অস্ট্রেলিয়াতে মাইগ্রেট করতে পারেন। তবে সবচে কমন ভাবে যেটাতে সবাই যায় (Skilled – Independent (Migrant) Visa Subclass 175 বা GSM) তা নিয়েই আজকের লিখা। আপনার যদি কোনো স্পন্সর না থাকে, আপনার স্কিল/কর্মক্ষেত্র/যোগ্যতা যদি অস্ট্রেলিয়া সরকার ঘোষিত লিস্টের সাথে মেলে, বয়স ৫০ এর নীচে হয়, ইংরেজিতে দক্ষ হন এবং আপনি যদি ওদের এসেসমেন্ট পয়েন্ট টে্স্টে পাস করেন তবে এ পথ আপনার জন্য। এ ভিসা আপনাকে ওদেশে স্হায়ী ভাবে থাকা, কাজ করা, পড়াশুনা করা, নাগরিক হওয়া এবং অন্য কাউকে স্পন্সর করার সুযোগ দেবে। পড়ুন...... ১।

প্রথমেই দেখুন আপনার পেশা ওদের লিস্টে আছে কিনা। নীচের পিডিএফ ফাইল দেখুন: Click This Link ২। এখন বসে পড়ুন ওদের অনলাইন পয়েন্ট টেস্ট দেবার জন্য। মনে রাখবেন পাশ মা্র্ক হচ্ছে ৬৫। নিচের সাইটে যেয়ে টেস্ট করুন।

(আ ই এল টি এস - এ সব ব্যান্ড এ ৮ না থাকলে, অস্ট্রেলিয়া তে পড়াশুনা না থাকলে, বয়স ৪৪ এর ওপর হলে, আপনার স্ত্রী যদি গৃহিনী হন তবে পাশ মার্ক পাওয়া খুবই কঠিন)। Click This Link ৩। আপনি পয়েন্ট টেস্টে পাশ করলে আবেদন করতে পারবেন অনলাইনে বা সাধারন কাগুজে ফর্মে। আবেদনের সাথে অনেক ডকুমেন্ট পাঠাতে হবে যার লিস্ট নীচে ক্লিক করে দেখুন: Click This Link ৪। এপ্লিকেশন ফি অস ডলার ৩,০০০ এবং এটা অফেরতযোগ্য।

এ ব্যাপারে বিস্তারিত জানতে হলে ওদেশের ইমিগ্রেশন অথরিটির বই ডাউনলোড করুন নিচের লিন্ক এ: Click This Link উফফ! অস্ট্রেলিয়া ইমিগ্রেশন আমেরিকার চেয়েও কঠিন! অনেক ফোরাম ঘেটে দেখলাম জীবন যাত্রার খরচ মাসে ৪০০০ ডলার, সাধারন ভাবে থাকার জন্য। অবশ্য ওখানে যারা আছেন তারাই ভালো বলতে পারবেন! চেস্টা করেই দেখুন না!  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.