আমাদের কথা খুঁজে নিন

   

এদিকে হাতির ঝিল ওপাশে ..........

জীবন একটাই তাই যা করার ভেবে চিন্তে করতে চাই........ একদিকে হাতির ঝিলের সুরম্য ব্রীজ অন্যদিকে খুপড়ির মাঝে থাকা কাতর জীবন যেন একপাশে নারী অন্যদিকে পাথরের দেয়াল। আমি মাঝে মাঝে ভুলোমনে সে পথেই যাই। একদিকে ঝিলের বুক ভরা টলমল জ্বল নেই তাতে কভু যেন খেদ আমি যেন মাঝে মাঝে জল ছাড়া বাঁচি অফুরন্ত তৃষ্ণা মেটাই দুচোখের জ্বলে। আমি সারারাত জেগে জেগে থাকি পাথরের দেয়াল ভেদি জোনাকিরা মোর রাতভর পীড়া দেয় শুধূ আমি যেন বেঁচে থেকে মৃতদের দলে কবরের চারপাশে বুনোঘাষ দেখি। আমি হাতির ঝিল দেখি, সন্ধ্যার উদ্যাম বাতাস আর সকালের চলকানো রোদ সবই দেখি......... আমার হৃদয় জুড়ে শুধু হাহুতাশ ভাঙ্গা কলম দিয়ে লেখি বেদনার মহাকাব্য......

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.