আমাদের কথা খুঁজে নিন

   

সহিহ মীর জাফর নামা !!! সবারই জানা থাকা প্রয়োজন!!!

If you wish to change the world, change yourself first "১৯৭১ সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের জাতীয় সংগীত হলো: 'পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ পূরবে বাংলার শ্যামলময় পঞ্চনদীর তীরে অরনিময় ধূসর সিন্ধুর মরু সাহারায়, ঝাঁদাই জাগে যে আজাদ পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ|' - - পাকিস্তানের বিখ্যাত 'পাক সার জমিন সাদবাদ' নামক জাতীয় সংগীতের আগে সুর করা হয়, পরে কথা বসানো হয়। ১৯৫২সালে লেখা এই সংগীতের সুর... করা হয় ১৯৫০সালে। - ২৩ মার্চ পাকিস্তান দিবস পালন করা হয়। এই দিনে ১৯৪১ সালে লাহোর প্রস্তাব পাশ হয়। কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ এই দিনে পাকিস্তানকে খতনা দেয়া হয়।

১৯৫৬ সালের এই দিনে পাকিস্তান (পূর্ব ও পশ্চিম) কে 'ডমিনিয়ন অব পাকিস্তান' থেকে 'ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান' ঘোষনা করা হয়। মেজর জেনারেল ইস্কান্দর মির্জা পাকিস্তানের খতনা করান। আমাদের সেনাপ্রধান হুমু এরশাদ ১৯৮৮ সালে সংবিধানকে জোর করে খতনা করে রাষ্ট্রধর্ম ইসলাম বানিয়েছিলেন। কত মিল! দুজনেই সামরিক বাহিনীর প্রধান। পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী ইস্কান্দারের বংশ লতিকা খেয়াল করে আজিব একটা তথ্য পেলাম।

'ইস্কান্দারের (বাবা মুহাম্মদ ফাতেহ আলি মির্জা) দাদা নবাব মনসুর আলী খানের দাদার বাবা ছিলেন মীর মীরন। মীর মীরনের ছেলে ছিলেন মনসুর আলী খানের দাদা। মীর মীরনের বাবার নামটা সবারই জানা। ইংরেজ স্পনসরের বাংলার প্রথম নবাব মীর জাফর। " (রক্ত যার কালো, সে হাজার বছরেও হয় না ভালো।

) ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.