আমাদের কথা খুঁজে নিন

   

মাকড়সার জাল , বৃষ্টিভেজা জামগাছ

জীবনের দেখা ৩য় ভারী বর্ষণ। পিচঢালা রাস্তার কোমর সমান পানি ও আকাশ ভাঙ্গা বর্ষা মাথায় নিয়ে সবার সেই আনন্দ, তারপর মরচে পরা লোহার সিঁড়ি বেয়ে দেড়তলার ছাদ.... অতঃপর ছাদ থেকে পাশের বাড়ির টিনে উঠে জামগাছ থেকে চুরিকরা জাম নিয়ে পালানো । ধরা পড়ার ভয়ে লুকোচুরি ঠিক পাশের নাকেলর গাছগুলোর পাতার ঝোপে। যখন ভাবলাম জামগুলো পেটে চালান করার সময় হয়েছে তখনই তোমার সেই নিষ্পাপ হাসি...। তোমাকে হাসতে দেখলে আমার পৃথিবী রঙ্গিন পাখা মেলে, তবুও লোক দেখানো রাগ করে জিজ্ঞেস করলাম হাসছিস কেন? তুমি এসে চুল ও গাল থেকে ভেজা মাকড়সার জাল গুলো সরালে হাসতে হাসতেই যা কি না ঐ নাকেলর পাতাগুলো থেকে আমার গায়ে লেগেছিল। তারপরে তোমার হাতে হাত রেখে আমার প্রথম বৃষ্টিস্নান, যেদিন ধুয়ে গেল জালের সাথে পুরানো আমার আমি....। এখনও বৃষ্টি হয়,ভেজাও হয় কখনও কখনও , শুধু ভেজে না সেই তুমি আর আমার সেই ক্ষনিকের আমি...........।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।