আমাদের কথা খুঁজে নিন

   

মহিনের ঘোড়াগুলো ঘুরে বেড়ায় কার্তিকের জ্যোৎস্না প্রান্তরে।

কবিতার এই লাইনটুকু রুপসী বাংলার কবি জীবনানন্দ দাশের। তিনি আমার ভীষন প্রিয়। একিই সাথে তার জন্য আমার অনেক কস্ট হয়। আমি কোন কবি বা কবিতাপ্রিয় লোক নই,তারপরো তার কবিতা আমাকে প্রকৃতিকে ভালবাসতে শিখায়। অত্যান্ত আক্ষেপের বিষয় জীবদ্দশায় তার কবিতার কোন মুল্যায়ন তো হয়নি বরং এগুলোকে অনেকে কবিতা বলে স্বীকারই করেনি।

তিনি পারিবারিকভাবেও তেমন শান্তিতে থাকতে পারেননি। বস্তুত দেশভাগের পর রুপশী বাংলার কবি একটা ভয়ঙ্কর মানসিক ধাক্কা খান। তিনি একা একা কলকাতার বিস্তির্ন প্রান্তরে একা একা হেটে বেড়াতেন। যেমন বাবা-মা কে হারিয়ে এতিম সন্তান একাকি পথ হাতড়ে বেড়ায়। চিন্তা করতে কস্ট হয়,একদিকে পারিবারিক অশান্তি,অন্যদিকে মাতৃভুমি হারানো এক নাগরিক যাকে ঐ নগরের কেঊই আপন করে নেয় নি(এমন লোকদের তারা ঘটি বলে আখ্যায়িত করতো) আমাদের সন্তান আমাদের প্রিয় রুপশী বাংলার কবি আমাদের নিরীহ এতিম সন্তানটি এভাবেই একদিন আনমোনা হয়ে ট্রামের নিচে পরে মারা যান।

এভাবেই একদিন ধানসিড়ির তীরে জন্মানো পরজন্মে শংখচিল হতে চাওয়া আমাদের প্রকৃতির সন্তানটি ব্যস্ত নাগরিক কোলাহল মুখর এক মহাসড়কের মাঝে বিলীন হয়ে যান। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।