আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইল বৃত্তান্ত-৬ প্রেমিকা ছিনতাই

"অ্যাবসার্ড" আগের পর্বগুলান যারা পরসেন তারা নিশ্চয় এতক্ষণে বুইজা গেসেন চঞ্চল কি মাল আসিল। সেই চঞ্চল তার গুরু হিসাবে নিসিল রাজেশের প্রতিদ্বন্দ্বী দেব কে। চেহারা সুরতে মাশাল্লাহ দেব আর রাজেশ দুইজনই কিলার। আমারে আবার গে ভাইবেন না তো একবার চঞ্চল এর মোবাইলে পরিচয় হইল এক মাইয়ার সাথে। নাম তার তন্বী।

তন্বীর সাথে পরিচয় হওনের পর চঞ্চল পুরাই চেঞ্জ হয়া গেল। দিন রাইত- তন্বী তন্বী তন্বী আর কারো কাসে ফোন নাম্বার চায় না। মিস কল আইলে কল ব্যাক করে না। পুলাপানের মোবাইল থিকা না কইয়া কারো প্রেমিকার নাম্বার নেয় না। অবশ্য না কইয়া নাম্বার হেয় বহুত আগেই নেয়া বাদ দিসিল, যেদিন না কইয়া নাম্বার নিয়া ফোন দিসিল কলেজের এক ম্যাডামরে যখন তন্বীর সাথে কথা কইতে কইতে হোস্টেলের আকাশ বাতাস কাপাইয়া ফালাইতাসে তখন একদিন তন্বী কইল, "তোমার ছবি এম এম এস কর আমারে।

আমি তোমারে দেখতে চাই। " "হায় হায় এখন উপায়?? আমার মোবাইলে তো এম এম এস পাডান যায় না। "চঞ্চল ভাবে। ডার্লিং রে কইল,"এখনি পাঠাইতেসি, তুমি কোন চিন্তা কইর না। " চঞ্চল ভাবল,"সমাধান একটাই গুরুদেব এর কাসে যাইতে অইব।

দেব এর মোবাইলে ফটুক তুইল্লা পাডায় দিমু। " চঞ্চল গিয়া দেব রে তার কাহিনী কইল। কইল,"দোস্ত তোর মোবাইল থিকা একটা ফটুক তুইল্লা পাডামু। " দেব রহস্যময় হাসি দিয়া কইল,"অবশ্যই তয় দোস্ত তুই যে জিম কইরা সিরাম এক খান বডি বানাইসস, এইডা মাইয়া জানে??" "না জানে না। " "তাইলে যা দোস্ত, কয়ডা বাই সেপ ট্রাই সেপ আর বেলি মাইরা আয়।

সাল্মান খানের মত খাইল্লা গায়ে ছবি তুইলা পাঠাই। মাইয়া খুশি অইব" বারান্দায় গিয়া চঞ্চল ধুমায়া ব্যায়াম করল কতক্ষন তারপর খালি গায়ে সাল্মান খানের মতন পোজ দিয়া মাইয়ার মোবাইলে এম এম এস করল। । কিসুক্ষন পর মাইয়া ফোন দিয়া চঞ্চল রে ইচ্ছা মতন গালাগাইল দিল। চঞ্চল গিয়া দেব রে কইল, "কি বুদ্ধি দিলি বাল মাইয়া কইসে হেরে আর ফোন না দিতে।

" "আরে দোস্ত চিন্তা করিস না, আবার ছবি পাডাই, যা টাই পইরা আয়। " এবার টাই পইরা চঞ্চল ফটো সেশন করল কতক্ষন। এবারে সে খুশীতে আত্মহারা। সিরাম ফটুক হইসে। ফটো সেশন শেষে দেব কইল ,"দোস্ত মোবাইলে তো টেকা নাই।

টেকা ভইরা তোর ছবি পাডামু নে। তুই কোন চিন্তা করিস না। " চঞ্চল ব্যাপক অস্থিরতা নিয়া বিদায় নিল। আর দেব এম এম এস পাডাইল তার নিজের ছবি। "এইটা আমার ছবি বেবি।

আগেরটা দুস্তামি কইরা পাডাইসিলাম। তুমি রাগ কইর না জান। আর আগের নাম্বারে আর ফোন দিও না। ওই নাম্বার বাসার কাজের পোলারে দিয়া দিসি। " শেষ পর্ব।

আগের পর্বের লিংক Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.