আমাদের কথা খুঁজে নিন

   

ক্লাস শুরুঃ Free তে PHP, HTML, CSS, Java Script, Jomla,Wordpress শিখুন।

ami onekkkkkkkkk onek olosh আসসালামু আলাইকুম । শুনতে যদিও অবাক লাগছে কিন্তু এটা সত্যি। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রসরের এই যুগে বর্তমানে সবারই বিজ্ঞান-প্রযুক্তির প্রতি বেশ আগ্রহ তৈরি হয়েছে। অনেকেই এখন প্রোগ্রামার বা ডেভেলপার হতে আগ্রহী। তবে প্রতিভা থাকা সত্বেও বা শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে কিংবা সময়ের অভাবে অনেকেই আর প্রফেশনাল প্রোগ্রামার হয়ে উঠতে পারেনা।

আর যারা ইউনিভার্সিটি লাইফ শেষ করে experience এর অভাবে জব খুজে পাচ্ছেনা তারা এখানে internship করে তারা ও ওয়েবসাইট ডেভেলপমেন্ট এর মাধ্যমে নিজিকে ঝালিয়ে নিতে পারেন। একটা ওয়েবসাইট কি করে develop করতে হয় তা হাতে কলমে শিখানো হবে। আমরা যারা university তে পড়ি তারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা শিখি তা দিয়া সম্পূর্ণ যেকোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখা সম্ভহব হয়না। সেটা হতে পারে অল্প টাইম র semester আর না হলে lecturer শুধু theory শিখান। একটা ওয়েব ডেভেলপিং ল্যাঙ্গুয়েজ শিখে তার সবটুকু real life implementation হয়না।

আর আমরা student রাও অনেক সময় অন্য সাবজেক্ট র চাপ আর পরীক্ষার কারণে মনোযোগ দিতে পারিনা। আবার এটাও ঠিক যে Internet এ resource থাকা সত্ত্বেও কি করে একটা ওয়েবসাইট সাজাব এর টেম্পলেটে কি করে ডিজাইন করব home পেজ এ আরও পেজ কি করে add করব, মেনু create করব কি করে তাও আবার horizontal না vertical, blog এ content বানানোর পর কি করে শো করব কয়টা row column হবে তখন মন এ হয় ইশ যদি কেও দেখিয়ে দিত? Resource হাজার হাজার থাকলেও একজন পথ প্রদর্শক থাকলে কাজ টি সহজ হয়। আর না পারলে তখন আমরা হাল ছেড়ে দেই। তাই আমরা কয়েকজন প্রোগ্রামার স প্রণোদিত হএয় একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ক্লাব চালু করেছি যা সম্পূর্ণ ফ্রী। অনেক্ব ভাবতে পারেন এর মধ্যে নিশ্চয় কোন ঘাপলা আছে কিম্বা কোন স্বার্থ আছে।

কেও আগ্রহী হয়া থাকলে নিচের ইমেইল এ যোগাযোগ করে কোন ল্যাঙ্গুয়েজ শিখতে আগ্রহী আর নিজের CV সেন্ড করুন। অথবা নাম ,পেশা , পড়াশোনা, ইমেইল দিতে পারেন। আমাদের ফ্রী lecture ২য় December থেকে শুরও হতে যাচ্ছে। যেহেতু এটা স্বেচ্ছাসেবকদের দারা একটি নুতন প্রচেষ্টা তাই আমাদের learning center অন্য গুলোর মত সুসজ্জতিও নয়। কিন্তু এটুকও বলতে পারি যে আমাদের এখানে যারা লেকচার দেবেন তারা নিজ নিজ ক্ষেত্রে সবাই দক্ষ।

আর আপনাদের কে জ্ঞান দিতেও কার্পণ্য করবেননা। ফ্রী বলে কেও class গুলকে অবহেলা করবেননা। আপনি কিছু শিখতে আসবেন আর তা বাস্তবে অ্যাপ্লাই করবেন এই মনোবৃত্তি নিয়া এখানে আসবেন। আর যাদের ল্যাপটপ আছে তারা দয়া করে ল্যাপটপ নিয়া আসবেন। কারন সবার জন্য পিসি সরবরাহ করা কঠিন।

খাতা ও কলম নিয়া আসবেন। আমরা চাই আপনারা আমাদের সাথে থেকে ফ্রীলাঞ্চের কাজে সহজগিতা করুন। Class Schedule: time Subject Friday 2nd December: 4:20 HTML,CSS,Javascript 5:45 PHP MySql পরবর্তী ক্লাস আজকে বলে দেওয়া হবে। Address: 54,Central Road (WIBT College), Dhanmondi (Near Labaid Cardiac Hospital) ধন্যবাদ সবাইকে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.