আমাদের কথা খুঁজে নিন

   

দয়ার বিনিময়ে দয়া

inveterate to Create আর একদিন পরেই পবিত্র রমযান মাস শুরু হতে যাচ্ছে। আল্লাহ তা-আলার পক্ষ থেকে মুসলমানদের প্রতি অশেষ নিয়ামতের একটি মাস এই রমযান। রমযানের এই পুরো মাস জুড়েই থাকবে দেশের সবক'টি টেলিভিশন চ্যানেলে বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন। আমার মত যারা সারা বছর নামাযের ধার ধারেন না, তাদেরকেও হয়ত নিয়মিত দেখা যাবে তিনওয়াক্ত নামাজে। বেলা চারটার পর থেকেই হয়ত ইফতারীর দোকানের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখা যাবে।

গরম গরম জিলাপী, বেগুনী দেখে কত জনের যে রোজা ভাঙ্গার উপক্রম হবে তা আল্লাহ মাবুদই জানেন। রমযানের প্রথম দিন থেকে শেষের দিন পর্যন্ত প্রায় প্রতিদিনই সমাজের নামকরা বড়লোকদেরকে দেখা যাবে বিভিন্ন ইফতার পার্টিতে আর তাদের স্ত্রীদেরকে দেখা যাবে বসুন্ধরা সিটি শপিং মলের মতন নামী-দামী মার্কেট গুলোতে। নিত্যনতুন ফ্যাশনে নিজেদেরকে এবং সন্তানদেরকে সাজাতে রমজানের প্রথম থেকেই তাদেরকে খুব ব্যস্ত দেখা যাবে। আরো কত কি! বাঙ্গালীর বিলাসিতার কথা কি এত সহজে শেষ করা সম্ভব নাকি? আমার প্রিয় (যদিও অপ্রিয়) বড়লোক ভাই-ভাবী, ফুফু-খালাম্মাদের প্রতি একটা ছোট আর্জি, "দয়া করে এত ব্যস্ততা আর সৌখিনতার ভিড়ে আপনার পাশের বাড়ির গরীব-দুঃখী মানুষগুলোর কথা ভুলে যাবেন না, বুকের সবক'টি হাড় গুনতে পারা যায় এমন বাচ্চা-বৃদ্ধদেরকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। " তাই বলে বলছি না, আপনাদের পুরোটুকুই তাদের জন্যে দিতে, শুধু বলছি মানবতার খাতিরে যতটূকু না দিলেই নয়, ঐ অতটূকুই দিন ওদের জন্য।

তাতে ওদের রমযানও কাটবে, খেয়ে পুড়ে বেঁচেও থাকবে। বিনিময়ে আপনিও পাবেন অশেষ সওয়াব। অর্থাৎ, আপনার দয়ার বিনিময়ে পাবেন সৃষ্টিকর্তার অপরিসীম দয়া। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।