আমাদের কথা খুঁজে নিন

   

oDesk এ ১০০০ ঘন্টা পার...

বলুনঃ সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। [১৭:৮১-পবিত্র কুরআন] আমার সাথে যাদের পরিচয় আছে তাদের মধ্যে অনেকেই হয়তো জানেন যে আমি একজন পার্ট টাইম ফ্রীল্যান্সার। সাধারণত আমি oDesk এ কাজ করে থাকি। এর আগে oDesk এ ১ বছর পূর্তী উপলক্ষ্যে একটি পোস্ট করেছিলাম যাতে বেশ সাড়া পাই।

দেশ ও দেশের বাইরে থেকে অনেকেই যোগাযোগ করে , আমি আমার সাধ্যমত তথ্য উপাত্ত দিয়ে সাহায্য করার চেষ্টা করি। তো আজকে আপনাদেরকে আরেকটি সুসংবাদ দিতে চাই। আজ আমার oDesk এ ওয়ার্কিং আওয়ার ১০০০ ঘন্টা অতিক্রম করেছে। আমি oDesk এ সার্চ করে দেখেছি যে, এখন পর্যন্ত oDesk এ ১০০০ ঘন্টা বা তার বেশী কাজ করেছে এমন বাংলাদেশী কন্ট্রাক্টর আছে ৪১৬ জন, যাদের মধ্যে ইন্ডিভিজ্যুয়াল হলো ২১৮ জন (যাদের মধ্যে আমিও একজন ) আর এজেন্সী আছে ১৯৮ জন। এখন আমার পরবর্তী টার্গেট হলো ১৫০০ ঘন্টা, তারপর ২০০০, তারপর ২৫০০ আর এভাবে যতটুকু বাড়ানো যায়।

এ পোস্টি করেছি আপনাদের সাথে এই সুসংবাদটি শেয়ার করার জন্য, সেইসাথে যারা ফ্রীল্যান্সিং এ ইচ্ছুক অথবা যারা ফ্রীল্যান্সিং এর সাথে জড়িত, তাদের উৎসাহ ও অনুপ্রেরণা দেয়া এবং ফ্রীল্যান্সিং এর প্রতি আগ্রহী করে তোলা, আর এক ঢিলে দুই পাখি মারা - মানে নিজের ঢোলও বাজানো। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।