আমাদের কথা খুঁজে নিন

   

জন্মদিনের ভাবনা

সম্পাদনা করি আমিরাত-বাংলা মাসিক মুকুল। ভালবাসি মা, মাটি ও মানুষকে.. জন্মদিনের ভাবনা লুৎফুর রহমান মানুষ হবার ইচ্ছে ছিল, বুকে ভীষণ আশা ভালো হয়ে লুটবো হাজার লোকের ভালবাসা আলোর পথে হাঁটতে থাকি, সেই আশাটা ধরে মনের মাঝে পদ্ম ফুটাই, ছন্দ-গীতি করে। মানুষ হবার বড়ই আশা, মানুষ হতে চাই আলোর ধারে-ভালোর ধারে, তাইতো ছুটে যাই কিন্তু বয়স বাড়ছে কেবল, মানুষ হলাম কই ছাবিশ বছর কম কি কারো, বলনা সখা-সই? ছোট্টবেলায় বলতো মায়ে-খোকা বড় হবে নাম কামাবে বাজান ওরে আমাদেরই ভবে বলতো বাবা-মানুষ হবে আমার পাগল ছেলে অন্ধজনে দেবে আলো নতুন প্রদীপ জ্বেলে। বাপ-মায়ের ওই আশাটা, করবো কেমন পূরণ মাথার উপর আকাশ নামে দেয় যে মাথা ঘুরণ দেশের লাগি দেশান্তরি, পরদেশেতে থাকি আধা জীবন গেলো চলে আধা কেবল বাকি। তাইলে কি আর জীবন আমার, এমনি যাবে চলে মানুষ আমি হবো কখন ‍‍‍‍"মানুষদেরই দলে" চলার পথে পেলাম অনেক, সুহৃদ বন্ধুজন বুকে টেনে নিয়ে সবে করেছেন আপন। কেবল নিলাম, দিলাম কিযে হিসেব কষি আজ শূণ্য দেখি দেয়ার বেলা কিংবা আমার কাজ বুকের মাঝে স্বদেশ আমার, মা-মাটি আর ভাষা যেসব নিয়ে স্বপ্ন আমার কান্না এবং হাসা। জন্মদিন আসলে তখন মরার কথা আসে জীবন থেকে দিন ফুরালো এই ছবিটা ভাসে ভালো কিছু করবো ভেবে, বাঁচার তাগিদ পাই ইচ্ছে শুধু মানুষ হয়ে মরতে আমি চাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।