আমাদের কথা খুঁজে নিন

   

আমি আমাকে প্রচন্ড ঘৃনা করি .........ঘৃনা করি তোমাকেও.........

আসুক যত ঝড় বিপতি বাধা.... উননত করি শির ,নোয়াবোনা মাথা আমার মনটা খুব খারাপ। সারারাত ঘুমাতে পারি নাই। ভোরের হাওয়ায় প্রানভরে একটু নিঃশ্বাস নিতে চেয়েছিলাম। দেখলাম সে হাওয়া আমার জন্য আসেনি। মাঝে মাঝে সময়টা বড় নিষ্ঠুর হয়ে উঠে।

নিষ্ঠুর হয়ে উঠে চারপাশের মানুষ। এমনকি পাশে শুয়ে থাকা নারীটিও। মুক্ত বাতাশে তখন গন্ধ মৌ মৌ করে । নিঃশ্বস নিতে কষ্ট হয়। ধুর ছাই.......এসব কোন বিপ্লবীর কথা হইতে পারে না।

বিপ্লবী একজন জুড়ায়ী। ভালবাসাহীন চেতনাগ্রস্থ প্রানী। সে নিজেকে ঘৃনা করে। ঘৃনা করে ধুলির আস্তরনের নিছে চাপা পড়া ব্যাক্তি সমাজ কিংবা রাষ্ট্রব্যাবস্থা। সে মৃত্যু পথের সংকল্পবদ্ধ যাএী।

জানে পথ কুসুমিত নয়। তবু এগিয়ে চলে দুর্বার। পরবর্তিদের পথ সুগম করাই তার ব্রত। আমি আমাকে প্রচন্ড ঘৃনা করি .........ঘৃনা করি তোমাকেও......... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.