আমাদের কথা খুঁজে নিন

   

আপনার কম্পিউটারকে দিন আরও এক ধাপ বেশি নিরাপত্তা

নিজে জানুন , অন্যকে জানান। । । আমরা সাধারনত নিরাপত্তার জন্য কম্পিউটারে যে Login পাসওয়ার্ড ব্যবহার করে থাকি, তা অত্যান্ত দূর্বল পাসওয়ার্ড। যা খুব সহজেই হ্যাক করা যায়।

আসুন দেখি কিভাবে কোন নতুন সফটওয়্যারের সাহায্য ছাড়া নিরাপত্তার পাসওয়ার্ডকে আরও বেশী শক্তিশালী করা যায়। কৌশল : (১) আপনার কম্পিউটারটি সুইচ অন করুন। (২) সফলভাবে কম্পিউটারটি অন হওয়ার পর, Start Menu তে ক্লিক করুন। (৩) Run-এ ক্লি করুন অথবা কীবোর্ড থেকে Windows button + R চাপুন। (৪) Type করুন syskey এবং Enter চাপুন।

ফলে নিচের ছবির ন্যায় একটি ম্যসেজ দেখাবে......... এখান থেকে Update অপশনটিতে ক্লিক করুন। ফলে নিচের ছবির ন্যায় নতুন একটি মেসেজ আসবে। এখান থেকে Password Startup অপশনটি সিলেক্ট করে Password এর বক্সে আপনার গোপন Password এবং Confirm বক্সে একই Password আবার পুনরায় বসান। (৫) OK দিয়ে বের হয়ে আসুন। ব্যাস ।

। হয়ে গেল Password সেটআপ। ধন্যবাদ সাব্বাইকে। । ।

 ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.