আমাদের কথা খুঁজে নিন

   

আসুন বন্ধুগণ, ঢাকার বিভক্তকরণকে স্বাগত জানাই

হৃদয়ে থাকুক বসন্ত যুগ বদলেছে। আমাদের চিন্তাধারাও বদলেছে। সেই দিন আর নাই। ডিজিটাল যুগে এসে আমাদের অনেক জানা, আবার নতুন করে জানতে হচ্ছে। পুরানোকে ফেলে, নতুনের মিছিল।

আমাদের অনেক সমস্যা। আমাদের দেশের মানুষ প্রতিনিয়ত নানান সমস্যায় জর্জরিত। আমাদের নিঃশ্বাস ফেলার জায়গাটুকু নেই। সরকারের বিরুদ্ধে আমাদের আঙ্গুল উঠেই থাকে। বাজারদর থেকে শুরু করে বাসের ভাড়া, সব জায়গাতেই আমাদের অসন্তুষ্টি।

আমাদের ভোটে (?) ক্ষমতায় আসা সরকার, আমাদের সমস্যাগুলো অনেক ভাবে। যখনই বেশি ভাবতে থাকে, তখনই বিপর্যয় নেমে আসে। বানিজ্যমন্ত্রীর আশ্বাসে বাজারদর বাড়ে। অর্থমন্ত্রীর আশ্বাসে, শেয়ার বাজার সূচকের পতন হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে গুপ্তহত্যা বাড়ে।

পররাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে দেশ বিকিয়ে যাবার ভয় জাগে মনে। তাই আমাদের "ছেড়ে দে মা কেঁদে বাঁচি" অবস্থা। আমরা চাইনা তারা ভাবুক, আমাদের সমস্যা নিয়ে। আমাদের পাপের ফল, আমরা ভোগ করি। আমাদের কাটা গায়ে নুনের ছিটা আর চাইনা।

তার চেয়ে বরং তারা ভিন্ন কিছু করুক। নাম বদলের খেলায় কোটি কোটি টাকা খরচ করুক। অথচ বিশ্বব্যাংকের কাছে অপদস্থ হয়ে পদ্মা সেতুর কাজ বন্ধ করে দিক। আইন পাশ করে যাক। তবু যেনো, আমাদের সমস্যা নিয়ে না ভাবে।

ভাবলেই সমস্যা। তবু বলি। আমরা বড় নালায়েক। উলুবনে মুক্ত ছড়ানো আমাদের কাজ। এক একটা ইস্যু আসে, আর আমরা আমাদের ক্ষোভ প্রকাশ করি।

আন্দোলন করি। মানতে চাইনা, এসব বৃথা। তাদের ইচ্ছেটুকুই সংসদে তাদের উপস্থিতিতেই জয়যুক্ত হয়। স্পিকার বলেন, হ্যা জয়যুক্ত হয়েছে, হ্যা জয়যুক্ত হয়েছে,হ্যা জয়যুক্ত হয়েছে। না বলার লোক কোথায়! তারাতো রোডমার্চ করে সরকারকে গদি থেকে নামিয়ে ফেলবে।

তাদের লক্ষ্য গদি। ক্ষমতা। দেশের মানুষের চাওয়াটুকু নিয়ে,তাদের মাথাব্যাথা নেই। বরং জনগনের প্রতি সরকারের এহেন অবিচার তাদের আন্দোলনের ইস্যু হবে। সরকারকে অযোগ্য প্রমান করে,ক্ষমতায় আসা যাবে।

মানুষের আবেগ নিয়ে পরেরবার খেলা যাবে। সরকার যদি বলে,বাংলাদেশ স্বাধীন হয়ে ভালো হয়েছে। তারা বলবে, বাংলাদেশের স্বাধীন হওয়া একটা প্রহসন। আমরা এসব নাটক দেখি। আহা।

আমাদের বড় ভালো লাগে। সারাদিনের ক্লান্তিতে আমাদের এতটুকুই বিনোদন। ছোট বেলায় প্রথম শেখা ইংরেজী বাক্যগুলোর একটি হলো, Dhaka is the capital city of Bangladesh. ঢাকাকে বিভক্ত করা হলো। এখন আমরা কি বলবো? উত্তর ঢাকা আমাদের রাজধানী? না দক্ষিন ঢাকা? জানিনা। ঢাকাকে কেনো ভাগ করা হলো? জানিনা।

কে চাইলো,এই ভাগ? জানিনা। কার দাবী ছিলো? জনগনের? জানিনা। আমি আমার চারপাশের কাউকে ঢাকা ভাগ হওয়ার উপকারিতা আলোচনা করতে শুনিনি। বরং এই খবরে আঁতকে ঊঠা লোকের অভাব ছিলোনা। জানিনা, এভাবে কতদিন! তবে একটা কথা বলার ছিলো, যেদিন আমরা ফুঁসে উঠবো, সেদিন আর পালাবার পথ থাকবেনা।

৭১" রেও ছিলোনা। ৯০" তেও না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.