আমাদের কথা খুঁজে নিন

   

বেসিক আলী কমিকস ফ্যান পেইজ

ধুর আমাদের দেশে কমিকস ভক্ত অনেকেই থাকলেও দেশীয় কমিক্সের সংখ্যা খুবই কম। তার উপরে যা আছে তার খুব একটা প্রচার প্রসার নেই বললেই চলে। যার কারণে আমাদের নির্ভর করতে হয় বিদেশী কার্টুন এবং বিদেশী পাবলিকেশনের উপরে। কিন্তু বাংলাদেশেই আছে বেশ কিছু কার্টুন চরিত্র। প্রথম আলোতে প্রকাশিত 'বেসিক আলী ' কার্টুনটি আমাদের অনেকেরই পরিচিত।

অনেক আছেন আবার এর খুবই ভক্ত। কিন্তু হয়ত প্রতিদিন এই কার্টুনটি দেখা হয় না। নিয়মিত পাওয়াওয় হয় না কার্টুনটি। বেশ কয়েকটি ফ্যান পেইজ যদিও আছে, তবে তার বেশীর ভাগই ভরা এডভার্টাইসমেন্ট দিয়ে। এবং নিয়মিত আপডেট হয়না বললেই চলে।

আবার যা আপডেট হয়ও টুক টাক, তাদের কাছে পুরাতন কালেকশন নাই বললেই চলে। বেসিক আলী নিয়ে আমি একটি ফ্যান পেইজ পেয়েছি, যেটি নিয়মিত আপডেট তো থাকেই, সাথে পুরাতন সব কালেকশন আপডেট করা হয় নিয়মিত। মাস-বছর হিসাব করে আলাদা আলাদা এলবামে আপলোড করা হয় বলে যে কেউ চাইলেই একসাথে পুরো মাসের কালেকশন একবারে দেখে নিতে পারেন। আর, এই গ্রুপে এখন পর্যন্ত কোন এড আমার চোখে পড়েনি। পেইজটি দেখতে চাইলে এখানে ক্লিক করুন।

আশাকরি আপনাদেরও ভাল লাগবে পেইজটি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।