আমাদের কথা খুঁজে নিন

   

বেসিক ইনসটিঙ্কট-2

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

সিকুয়েলগুলো নিয়ে এই এক বিপদ। যার বেসিক ইনসটিঙ্কট-এক দেখা আছে তো দুই যদি এককে ছাড়িয়ে না যায় তবে হতাশ হওয়া ছাড়া তার উপায় থাকে না। বেসিক ইনসটিঙ্কট থেকে কী চায় লোকে? সাসপেনস, এক্সাইটমেন্ট, ভায়োলেনস, সেক্স নাকি অন্য কিছু। প্রথম বারের বেসিক ইনসটিঙ্কট ছিল শ্যারন স্টোনের সেনসেশনাল বিস্ফোরণ।

আর এবার উনি নিজের পুরানা ইমেজ আর আমেজটাকে ফুটিয়ে তোলার প্রাণপন চেষ্টাটাই করলেন। কিন্তু তাতেও কি শেষ রক্ষা হলো? না, এইবারে তার ভাবভঙ্গি আচার বিচার, সিডিউসিং বিশেষ আহামরি লাগলো না। চেয়ারে উলটা করে বসার দৃশ্যটা খানিক হয়েছে বটে। কিন্তু ইতিহাস একবারই হয়। দ্্বিতীয়বার ইতিহাস ফিরে আসে বটে কিন্তু আগের মতো করে আর আসে না।

কে জানি বলেছিলেন কথাটা?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।