আমাদের কথা খুঁজে নিন

   

পুরোনোর মাঝে নতুন আমি

প্রত্যেক নাস্তিক ও তার নিজস্ব নাস্তিকত্বে আস্তিক,যেমন সকল নাস্তিক ই বলে আল্লাহ নাই ভগবান নাই,আমরা বান্দর থেইক্কা মানুষ হইছি ইত্যাদি কিন্তু এইটাও যে নাস্তিকতার আস্তিকতা সেইটা কি তারা বুঝে!! পুরোনোর মাঝে নতুন আমি তোমায় নিয়ে তোমার উদ্দেশ্যে শেষ কবে কবিতা লিখেছি ভুলে গেছি ভুলে গেছি শেষ কবে বলেছিলাম ভালবাসি,ভালবাসি জীবনের ঘাত প্রতিঘাতে ভালবাসার সময় হয়েছে শুন্য তারপর ও পুরোনো ভালবাসায় আজ আমি আচ্ছন্ন তোমার ভালবাসা কখনো ফুরায় না ফুরায় না তোমার প্রতি আসক্তি তাই আজ এই অবেলায় তোমার পুরোনো ভালবাসা আমায় ভাবায় আর কলম দিয়ে আমি লিখে যাই তোমার আমার পুরোনো ভালবাসার কথা ভালোবাসা পুরোনো হয় না আমাদের ভাবনাটাই কেবল পুরোনো হয়ে যায় ভালবাসা চিরকালই নতুন ও আমার নতুন ভালবাসা চোখ মেলে চেয়ে দেখ পুরোনোর মাঝে নতুন আমি।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।