আমাদের কথা খুঁজে নিন

   

টিপু ভাই, "ব্লগে অনিয়মিত কেন" এই কথার উত্তর না দিয়া চলে গেলা?

আপনি আমাকে পছন্দ করেন কি করেন না তাতে আমার কিছু যায় আসে না, আপনাকে খুশি করার জন্য আমি এ পৃথিবীতে আসিনি। ব্লগে রাফি ভাইয়ের পোস্টগুলা রেগুলার পড়তাম। উনি বিভিন্ন সফটওয়্যার, ই বুকের লিঙ্ক দেন। একদিন তার একটা পোস্টে দেখলাম একটা ব্লগারকে সেফ করার জন্য বলছেন। আমি পোস্টে অনেক জ্ঞানী ভাব নিয়া একটা মন্তব্য করে দিলাম।

যে ব্লগারের জন্য রাফি ভাই পোস্ট দিয়েছিল, তিনি আমাদের টিপু ভাই। এরপরে টিপু ভাইয়ের বিভিন্ন পোস্টে আমি মন্তব্য করতে থাকলাম কিন্তু তিনি মন্তব্য করতে পারতেন না, কারণ তিনি তখনো সেফ হননি। সেফ হননি বলে তার নিজের পোস্টে মজা করে কথা বলতেন। সেফ হবার পরে আমার পোস্টে গিয়া আমারে ধোলাই দিবেন বলতেন। টিপু ভাই অনেকদিন পর পর ব্লগে আসতেন, একদিন দেখলাম আমার একটা পোস্টে তার কমেন্ট।

ব্লগে অনেকে পোস্ট দেয়, অনেকে কমেন্ট দেয়। কাকে কখন কে কি বলে বেশির ভাগ মনে থাকে না, কিন্তু টিপু ভাই ঠিকই আমার পোস্টে কমেন্ট করতে চলে আসলেন সেফ হবার পরে। তার ব্লগের শিরোনামে লিখা দেখলাম, "শুধু কমেন্ট করার জন্যই এই ব্লগ খোলা, লিখালিখির প্রতিভা আমার নেই। " ভাই কে কইছে তোমার লেখার ক্ষমতা নাই? তোমার লেখা গুগল ক্রোমের পোস্ট পইড়া আমি গুগল ক্রোম ইউজ শুরু করছিলাম। এরপরেও কইবা তোমার লেখার ক্ষমতা নাই? তোমার এই পোস্টের থেইকা ছবি নিয়া আমি ফেসবুকে আপলোড দিয়া সবার বাহবা কুড়াইলাম।

তোমার দেয়া বিল গেটসের সাথে সেই রম্য কথন আর ব্লাড ক্যান্সারের পোস্ট পড়ার পরে কে কইব তোমার লেখার ক্ষমতা নাই? নিজের এত বড় অসুখ কিন্তু একবারো জানতে দাও নাই আমাদের। ভাই আজকে সব স্মৃতি একটা একটা করে মনে পড়তেছে। আজকে তোমার ব্লগে গিয়া দেখলাম আমার পোস্টে কমেন্ট করার পরে তুমি আর মাত্র একটা কমেন্ট করছ। আমি জিজ্ঞেস করছিলাম, আপনি ব্লগে অনিয়মিত কেন? তুমি কি পরে ওই গল্প আর পড়ে দেখছিলা ভাই? কোনদিন জানতে পারব না। তখনও যদি একবার বুঝতে দিতা ব্যাপারটা।

দাও নাই, কারণ তুমি আমার মত সাধারণ মানুষ না। তুমি আসলেই অসাধারণ। টিপু ভাই, তোমার জন্য এই পোস্ট। আমি এই পোস্টে আর কারো মন্তব্য চাই না। আমি নাস্তিক না, আমি জানি তুমি এই পোস্ট দেখতেছ।

তোমারে নোবেল পুরষ্কার দেয়ার ক্ষমতা আমার নাই, কিন্তু এই পোস্টটা তোমারে উৎসর্গ করলাম। আল্লাহ তোমাকে বেহেশত নসিব করুক। আমীন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.