আমাদের কথা খুঁজে নিন

   

টিপু সুলতান রকেট সায়েন্টিস্ট !!

অকবি @অ-কাজের কবি

ইনডিয়ান প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন প্রতিষ্টান (ডিআরডিও) অষ্টাদশ শতাব্দীর বীরযোদ্ধা 'শেরে মহীসুর' টিপু সুলতানকে দেশের রকেট টেকনলজির প্রবর্তক বলে স্বীকৃতি দিচ্ছে। ইনডিয়ান রকেট বিঙ্গানীদের দাবি, আজ থেকে ২০০ বছর আগে টিপু সুলতানই প্রথম একটি পুরোদস্তর রকেট ফোর্স গড়ে তোলেন। তার এ ফোর্স ছিল ৬,০০০ সেনা এবং ২৭ টি ব্রিগেডের এক বিরাট বহর। ব্যাঙ্গালোরের কাছাকাছি শ্রীরঙ্গপত্তমে টিপু সুলতানের দূর্ঘ পরিদর্শন করে ডিআরডিওর প্রধান নিয়ন্ত্রক সিভাথানু পিল্লাই সাংবাদিকদের বলেন, বিশ্বকে এখন এটা জানানো দরকার, রকেট টেকনলজির চিন্তা এসেছে ইনডিয়ানদের মাথা থেকে এবং শ্রীরঙ্গপত্তম হচ্ছে এর জন্মস্হান। ইনডিয়ার "ব্রক্ষ" মিসাইল তৈরীর মূল কারিগর বলেন, টিপু সুলতানের সময়েই যে রকেট বিঙ্গানে ইনডিয়ার আগ্রযাত্রা শুরু হয়েছিল সে ব্যাপারে বিশ্বের বিঙ্গানীদের মধ্যে মতভেদ ক্রমেই কমে আসছে। রকেট বিঙ্গানীদের সম্মেলনে পিল্লাইয়ের এ মতামতকে তুলে ধরবে ডিআরডিও। লন্ডন সামরিক জাদুঘরে রক্ষিত টিপু সুলতানের সেনাবাহিনীর ব্যবহার করা একটি রকেট পরীক্ষা করে দেখা গেছে, এর মান ছিল বেশ উন্নত এবং এটি ২ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারতো। সূত্র:খালিজ টাইমস থেকে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.