আমাদের কথা খুঁজে নিন

   

ইসলামপন্থীরা দেশ ছেড়েছে- এমনটা কখনও শুনেছেন??

কালের শপথ গত ষোলই ডিসেম্বরের আগের দিনের কথা মনে পড়ল। পতাকা ফেরি করে বেড়ানো এক বিক্রেতার কাছ থেকে বাসা আর অফিসের জন্য পতাকা কিনছিলাম। চলতি পথে হঠাৎ দেখা একজনের সাথে। - ভাইয়া!! পতাকা কিনলেন!? -কিনলাম। কাল না বিজয় দিবস।

-কত নিল? - আশি টাকা। -এত টাকা দিয়ে খামাখা পতাকা কিনেছেন কেন? মনে মনে হাসি, কেন? টাকা দিয়ে পতাকা কিনতে পারিনা? নাকি এটি কেনা বিশেষ কারও জন্য নিয়মাবদ্ধ। প্রায়শই শুনতে পাই রাজনৈতিক কারণে বিশেষ দল-গোষ্ঠির নেতা-কর্মী বা নাগরিক ওপারে চলে যাচ্ছে। কিন্তু বিগত কয়েক বছরের নির্মমতায় কয়েকজন ইসলামপন্থী দেশ ছেড়েছে- এমনটা কখনও শুনলাম না। শোনার কথাও না।

কারণ ওদের পালাবার জন্য কোন দেশ নেই, আশ্রয়ের জন্য এই মাটি ছাড়া আর কোন ঠাঁই নেই, পালিয়ে থাকলে এ মাটির কোণেই পালাতে হবে, ধরা পড়লে মার খেতে হবে, লাল দালান কিংবা দয়া পরবশ হয়ে বুলেটও। অকুতোভয় হবার চেষ্টা করি। যে মায়ের ভ্রুণবাহিত রক্ত নির্যাস নিয়ে আমার বেড়ে ওঠা, জন্মের পর সেই ভ্রুণতো এ মাটিতেই মিশেছে আর মৃত্যুর পরে হবে দেহ খানিও। এই পতাকা, এই সঙ্গীত, এ আলো-বাতাস-মাটিতে, আমারই সবচাইতে বেশি অধিকার। কারণ জানি, আমি এ দেশ, এ মাটিকে কতখানি ভালোবাসি, এটি ছাড়া আর আমার পালাবার কোন বিকল্প নেই।

তাহলে কেন বোকা হদ্দরা বলে যায়, আমি দেশ নিয়ে ষড়যন্ত্র করি আর দেশকে অন্যের হাতে তুলে দিতে চাই!!!!!! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.