আমাদের কথা খুঁজে নিন

   

টিপু বেঁচে থাকবে তাঁর লিখে যাওয়া প্রতিটি অক্ষরের মাঝে চিরভাস্মর হয়ে...

এ কিউ এম ইব্রাহীম টিপুকে দেখিনি জীবনে কোনদিন। এর আগে মাঝে মধ্যে কেবল তাঁর লেখা পড়তাম এইটুকুই। আমারতো মনে হচ্ছে টিপু বেঁচে আছে, ভাবছি ঠিক এখনো এই মূহুর্তে তিনি লিখছেন....কমেন্ট করছেন....। আবেগপূর্ণ এ মন তা ভাবতেই পারে কেবল; কিন্তু মৃত্যুর কঠিন বাস্তবতার কাছে নত শ্বীকার না করার কোন উপায় যে নেই.. তাঁর জলজ্যান্ত লেখাগুলো আজীবন ছবি হয়ে থাকবে হাজারো ব্লগারের স্মৃতির দৃশ্যপটে! হাঁ, তিনি বেঁচে আছেন, বেঁচে থাকবেন তাঁর লিখে যাওয়া প্রতিটি অক্ষরের মাঝে চিরভাস্মর হয়ে... দয়াময়ের কাছে ফরিয়াদ জানাই, টিপুকে অল্প জেনেই আমরা হাজারো ব্লগার যেভাবে তাঁকে হৃদয়ে স্থান দিয়েছি, তিনি তো টিপুকে সবার চেয়ে বেশী জানেন, তিনি যেন তাকে ক্ষমা করে দেন এবং তাঁর কবরকে সুখময় করেন। আমিন আমরা টিপুর শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.