আমাদের কথা খুঁজে নিন

   

মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না।

মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয়-আকাশে, তোমারে দেখিতে দেয় না। ( মোহমেঘে তোমারে দেখিতে দেয় না। অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। ) ক্ষণিক আলোকে আঁখির পলকে তোমায় যবে পাই দেখিতে ওহে ‘হারাই হারাই’ সদা ভয় হয়, হারাইয়া ফেলি চকিতে।

( আশ না মিটিতে হারাইয়া– পলক না পড়িতে হারাইয়া– হৃদয় না জুড়াতে হারাইয়া ফেলি চকিতে। ) কী করিলে বলো পাইব তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে– ওহে এত প্রেম আমি কোথা পাব, নাথ, তোমারে হৃদয়ে রাখিতে। ( আমার সাধ্য কিবা তোমারে– দয়া না করিলে কে পারে– তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে। ) আর-কারো পানে চাহিব না আর, করিব হে আমি প্রাণপণ– ওহে তুমি যদি বলো এখনি করিব বিষয় -বাসনা বিসর্জন। ( দিব শ্রীচরণে বিষয়– দিব অকাতরে বিষয়– দিব তোমার লাগি বিষয় -বাসনা বিসর্জন।

) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.