আমাদের কথা খুঁজে নিন

   

সাংবাদিক বা সংবাদ কি জন্য মাঝে মাঝে হলুদ হয় , সাদা, কালো ,লাল নীল কেনো হয়না?

হতেও পারে "হলুদ সাংবাদিকতা" শব্দটা আমাদের সমাজে খুব প্রচলিত একটা শব্দ। যেটা বলতে আমরা সাধারণত মিথ্যা ,অপপ্রচার , কা-পুরুষোচিত সংবাদকেই বুঝে থাকি । এখন প্রশ্ন হচ্ছে একে কেনো "হলুদ" সাংবাদিকতা বলা হয় । হলুদ রঙের সাথে এর সম্পর্ক কি ? প্রশ্নটা অনেকদিন থেকেই মাথায় ঘুরপাক খাচ্ছিলো , তারউপর আজকে এক হলুদ সাংবাদিকের ব্লগে ব্লকড হওয়ার পর প্রশ্নটা মাথার মধ্যে আরও নড়ে চড়ে বসলো । বিভিন্ন যায়গায় ঘুরে ফিরে যা জানলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম।

১৮৯০ সালের দিকে জোসেফ পুলিৎজারের New York World এবং উইলিয়াম হার্টস এর New York Journal পত্রিকা দুটির মধ্যে এক নীরব যুদ্ধ শুরু হয় , এই প্রতিযোগিতা ছিলো একে অন্যকে ছাড়িয়ে যাবার । পত্রিকাগুলো পাঠক ধরে রাখার জন্য বেশী করে খুন , ধর্ষণ এর খবর গুলো বেশী করে ছাপাতো , রঙ্গীন ব্যানার এবং আকর্ষনীয় ছবি দিয়ে ভরে রাখতো এবং বেশীরভাগ ক্ষেত্রে খবরগুলো মনের মাধুরী মিশিয়ে প্রকাশ করা হতো । যেটা ঐ সময়ে নীতি বহির্ভূত ছিলো । ঠিক ঐ সময়ে পুলিৎজার একটি নতুন কমিকস প্রকাশ করে যার নাম ছিলো "the yellow kid" । এখানে হলুদ বালক বলতে বোঝানো হতো এক কাপুরুষ ভীতু ছেলেকে ।

এখানে বলে রাখা ভালো আমেরিকায় কাপুরুষদের "yellow" বলে ব্যাঙ্গ করা হয় । আপনারা হয়তো অনেকেই Robert Zemeckis এর"Back To the Future " সিনেমাটা দেখে থাকবেন। Back To the Future 2 তে নায়ককে তার প্রতিপক্ষরা উত্তেজিত করার জন্য বলতো "Hey You yellow" নায়কের প্রতিবারই উত্তেজিত হয়ে বলতো '"nobody can call me yellow" । যাইহোক পুলিৎজারের ঐ কমিক টা বের হবার পর yellow টার্মটা সাংবাদিকতায় চলে আসে । পরবর্তীতে যেকোনো মিথ্যা ,অপপ্রচারমূলক সংবাদের সমর্থক হিসেবে হলুদ সাংবাদিকতা বা "yellow journalism" টার্মটা ব্যবহার হতে থাকে।

পোস্টটির অনুপ্রেরণা : বিশিস্ট হলুদ সাংবাদিক ছাগুরদেশ লাদিরমেলা ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.