আমাদের কথা খুঁজে নিন

   

সব চরিত্র আধুনিকঃ মানুষ বেঁচে থাকলে কেএফ সি যায় । মাঝে মাঝে ফুচকা খায়--

মানুষ অনেক নীল । মানুষ অনেক লাল । মানুষ অনেক বাদামী ।

একশো টাকা ভাংতি করতে গিয়ে নানান রকমের নাকানি চুবানি খাইতে হয় । ৫০০ টাকা হইলে বাঘের দুধের মত দুঃষ্প্রাপ্য আর ১০০০ টাকার নোট হইলেতো কথাই নাই- অমাবস্যার চাঁদ ।

ভিসা কার্ড মাস্টার কার্ড ওয়ালা রা শপিং মলে যায় কার্ডে ঘষা মারে । ডিপার্টমেন্ট স্টোরে যায় কার্ডে ঘষা মারে । সব খানেই কার্ড ঘষা ঘষি করার কারনে ভাংতি টাকার দরকার পরে না । যাহারা ১০,০০০ টাকা বা ৭/৮ হাজার টাকা বেতন পায় । কিংবা আমার মতো স্টুডেন্ট ।

তারা মুশকিলে পরে সবসময় । একশো টাকা ভাংতি করতে অনেক সময় ১০/১৫ টাকা বাড়তি খরচ হয় । আর পাঁচশো টাকা ভাংতি করতে- ৫০ টাকা খরচ করলেও দোকানদার না না করে এমন ভাব নেয় । যে তার মেয়ের সাথে টাংকি মারছি । আর ১ হাজার টাকার নোট ...।

। সব কিছু হিসাব করলে দেখা যায় এই ভাংতি টাকার জন্য মাস শেষে একটা মোটা অংকের টাকা বাড়তি খরচ হয়ে গিয়েছে । যদি অত্যাধুনিক পরিমান টাকা থাকতো, তাহলে ভিসা কার্ড থাকতো । কেএফসি মেএফ সি যাইতাম । ভাংতি টাকার চিন্তা থাকতো না ।

বাড়তি টাকা খরচ হইতো না । যদিও ফুচকার দোকানে ভিসা কার্ড এলাউ না । সবশেষে ভাংতি টাকার গেরাকলে দিন দিন বাড়তি টাকা খরচ করে আর মরতে চাই না ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।