আমাদের কথা খুঁজে নিন

   

'স্বার্থ'

শব্দটা নিয়ে আমার ভিন্ন মত রয়েছে। আমার বন্ধুদের সাথে অনেক আগ থেকে এটি নিয়ে তর্ক হয়। আমার কথা হলো, একজন সুস্থ মস্তিস্কের লোক কোনো কাজ স্বার্থ ছাড়া করেনা। তারা বলে, মা কি স্বার্থপর নাকি অসুস্থ মস্তিস্কের? আমি বলি, মা ও অসুস্থ হতে পারে তবে একজন সুস্থ মা তার সন্তানের সুখকে নিজের সুখ মনে করে। এখানে নিজের সুখ বলে একটা কথা থেকে যায়।

আমি সেটাকেই স্বার্থ বলি। আমরা কাউকে তখনি স্বার্থপর বলি যখন দেখি সে অসাভাবিক কিছু আশা করে। যেমন, মা সন্তানের পরিচর্যা করে শান্তি পায় বলে আমরা এটাকে নিসসার্থ বলি। কিন্তু মা যখন তার বিনিময়ে পরিবার থেকে সুবিধা চায় তখন আমরা তাকে স্বার্থপর বলতে পারি। যদিও নিজের মায়ের ক্ষেত্রে এমনটি সচরাচর দেখা যায়না তবে কাজের বুয়াদের ক্ষেত্রে এটি লক্ষণীয়।

বন্ধু বলে, মনের শান্তিকে তুই স্বার্থ বলছিস? আমি বলি, সিনেমা হলে টাকা খরচ করছ নিসসার্থে? সে বলে, তাহলে পাগল কি পাগলামি করে শান্তি পায়না? আমি, পাগল কি জানে যে সে পাগলামি করছে? দান/উপহারের মাঝে স্বীয় সন্তুষ্টি বিদ্যমান অন্যথায় তাকে বাধ্যবাধকতা বলা চলে। শত্রুর সব কাজে স্বার্থ খুঁজি, বন্ধুর সব কাজ নিসসার্থ ভাবি। এটাই জগতের নিয়ম। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.