আমাদের কথা খুঁজে নিন

   

মহাশূন্যে কলোনি স্থাপন করা প্রয়োজন

দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক মহাবিশ্বের অন্য কোথাও বসতি স্থাপনের তাগিদ দিয়েছেন পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং। মানবসভ্যতাকে দীর্ঘদিন টিকিয়ে রাখতেই অন্য কোথাও বসতি স্থাপন জরুরি বলে তার মত। ওয়াটারলুতে রিসার্চ ইন মোশনস (রিম) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। হকিং বলেন, পৃথিবীতে আরেকটি ওয়াটারলু নেমে আসার আগেই মহাশূন্যে বা অন্য কোথাও কলোনি স্থাপন করা প্রয়োজন। মানুষ পৃথিবীতে স্বাচ্ছন্দ্যে বসবাসের উপযোগী করার জন্য প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে পেরেছে এটা খুবই ভালো বিষয়, কিন্তু মানুষের মধ্যে অপরিসীম হীনম্মন্যতা, স্বার্থপরতা আর আগ্রাসী মনোভাব একটা বড় সমস্যা। তাই আমাদের দীর্ঘ সময় টিকে থাকতে হলে পৃথিবীর বাইরে বাসযোগ্য স্থান গড়ে তোলাও জরুরি। মানবসভ্যতাকে দীর্ঘায়িত করতে মহাশূন্যে আরও বেশি নভোচারী পাঠিয়ে নতুন বাসস্থান খোঁজার জন্য তাগিদও দিয়েছেন স্টিফেন হকিং। সিনেট। তথ্যসূত্র- Click This Link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.