আমাদের কথা খুঁজে নিন

   

বেসিস-এ মার্ক হিলারির সাথে বাংলাদেশী ব্লগারদের মিটআপ

এই ব্লগে "আমি বিশ্বাস করি" সম্বলিত বাক্যের জন্য আমাকে দায়ী করতে পারেন। কিন্তু, "আমি মনে করি" সম্বলিত বাক্যের জন্য ব্লগার দায়ী নয়। বেসিস এবং আইটিসি মার্ক হিলারিকে feature করে বাংলাদেশী ব্লগারদের জন্য একটি মিটআপ এর আয়োজন করতে যাচ্ছে। বাংলাদেশী ব্লগারদের জন্য এই মিটআপ-এর বিস্তারিত পাবেন এই লিন্ক-এ মার্ক হিলারির ব্যাপারে কিছু তথ্য মার্ক হিলারি একজন ব্রিটশ ব্লগার, কিন্তু একজন ব্রাজিলিয়ান। টেকনোলোজি, আউটসোর্সিং, আর গ্লোবালাইজেশন বিষয়ে তার বিষদ অভিঞ্জতা।

তিনি হাফিংটন-পোষ্ট আর র‌য়টার্স এর নিয়মিত ব্লগার। UK-ভিত্তিক টেকনোলোজি ম্যাগাজিন Computer Weekly থেকে "Blogger of the year" মনোনীত হয়েছেন (এর ফলাফল ২৯ নভেম্বর জানানো হবে)। UK-তে মার্ক হিলারি, ট্যুইটার ফিচার ইন্টার্ভিউ নিয়ে একটি বই লিখেছেন, যাতে অনেক ট্যুইটার এলিটদের ইন্টার্ভিউ ছিলো। যার মধ্যে UK-র বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন-ও আছেন। মার্ক London-এ Ealing Tweetup এর founder।

বাংলাদেশী ব্লগার মিটআপ-এর কিছু তথ্য তারিখ: ২৯ নভেম্বর, ২০১১ সময়: ৬:০০ PM - ৮:০০ PM স্থান: Bangladesh Association of Software and Information Services (BASIS) BDBL Bhaban (5th Floor - West) 12 Kawran Bazar, Dhaka -1215 Phone: +880 2 8151196; 8144708-09 সুত্র: http://bangladeshcorporate.blogspot.com/2011/11/dhaka-tweetup-and-bloggers-meetup.html ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।