আমাদের কথা খুঁজে নিন

   

আমার বাল্যকাল ৩ (প্রাক পোস্ট)

আমি আমার নিজেকেই খুঁজে বেড়াই, আমার মাঝে, তোমার মাঝে, আমাদের মাঝে :) যাই হোক মামার সাইকেলের পেছনে বসে ছুটলাম মামার বাড়ি । অইখানে গিয়ে পরেরদিন গেলাম নতুন স্কুলে । নতুন বন্ধু, নতুন পরিবেশ, নতুন মাস্টার সবকিছু নতুন । প্রথম দিনেই আমার ইন্টারভিউ নেয়ার জন্য হেড মাস্টার এর ঘরে ডাক পড়ল । নাহ ভয় পাইনি কারন ... >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> ।

। । । । ।

। । নাহ আজকে না । কালকে আসবে এই পোস্ট . কিন্তু কিছু বিষয় আছে যা আমার মত ক্ষুদ্র মানুষের মাথায় ঢোকেনা । আমার সিনিয়র ব্লগার যারা আছেন একটু পরিস্কার করবেন কি ???? যেমন , ছাগু, গদা, ভাদা ইত্যাদি মানে কি ? এই রকম আর অনেক ছোট ছোট শব্দ আছে যা সামুতে ব্লগিং এর সময় ব্যাবহার হয়।

কেউ সাহায্য করলে খুশি হতাম । ধইন্যবাদ ...... শুভ রাত্রি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।