আমাদের কথা খুঁজে নিন

   

বাচান ভাই। গরীবরে বাচান। মিডিয়া আগুন সংক্রান্ত জ্বালা একটি ১৮+ পরিবেশনা

প্রযুক্তি ভালোবাসি আরও ভালোবাসি ফটোগ্রাফি যদিও ভাল একটা ক্যামেরা নাই ;( আমি বরবাদ হইয়া গেলাম আমি শেষ হইয়া গেলাম......... আমরা যারা লিমিটেড নেট ব্যাবহার করি তারা জানি প্রতিটা মেগাবাইটের মূল্য কত। আমি কুবি ২৫৬ কেবিপি এস ৫ জিবি ব্যাবহার করি। প্রতি মাসে কষ্ট বিষ্টে ১/২ টা মুভি নামাই কিন্তু কেমন লাগে বলেন তো যদি নামানোর পরে তা না চলে কিংবা অর্ধেক পর্যন্ত চলে তা থেমে যায় তাইলে মেজাজ কেমন বিলা হয় বলেন তো???? ঘটনা হল মিডিয়া ফায়ার থেকে মুভির দুইটা কিংবা তিনটা পার্ট নামানোর পরে জানি এক্সট্রাক্ট করার পর আস্ত এক খাসিতে থুক্কু ফাইলে রূপান্তরিত হয়। এক্ষেত্রে প্রথম টা হয় স্প্লিট ফাইল দ্বিতীয় বা তৃতীয়টা হয় ০০২ বা ০০৩ ফাইল। সব মার্ক করে কিংবা প্রথম ফাইল টা এক্সট্র্যাক্ট করলে জানি নতুন একটি ফাইলে রূপান্তর হপে।

কিন্তু আমারটা হচ্ছে না আমি উইন রার এবং পিয়া জিপ দুটো দিয়েই চেষ্টা করেছি কিন্তু যেই লাউ সেই কুমড়া আমার দুইখান জলজ্যান্ত মুভি। আহারে জোড়া লাগাই কেমতে ?? কোন সফটওয়্যার, আন্ডারওয়্যার বা উপায় থাকলে আওয়াজ দেন ভাইয়েরা। নাইলে এই গরিবের প্রতিটা কিলোবাইটের জন্য আল্লাহ আপনারে মাফ করবে না। কিন্তু টেকি পোষ্ট ১৮+ হয় কেমতে??? এইবার বলি ১৮+ এর রহস্য। আমি যে দুইটা মুভি নামাইছি তার মধ্যে একটা বাইচ্চা কাইচ্চাদের জন্য না।

নাম দ্যা হিউম্যান সেন্টিপিডি এইরকম মুভির দুই পার্ট জোড়া দেওয়া সংক্রান্ত সাহায্য কি ১৮- হইতে পারে????? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।