আমাদের কথা খুঁজে নিন

   

কর্তপক্ষ সমীপে, রোজলীন প্রতারনা ইস্যুতে।

ব্লগে অনিয়মিত। ধন্যবাদ আপা এই ব্লগে এসে অন্তত একটি বিষয় ক্লিয়ার করার জন্য। আপনার এই কমেন্ট থেকে আমরা এই ধারনা করতেই পারি যে আপনি(আপনারা অথবা কর্তপক্ষ) শিউর হয়েছেন যে, সে ব্লগ প্লাটফর্ম ব্যাবহার করে প্রতারনা করেছে। আপনারা যদি শিউর হয়েই থাকেন তাহলে আপনাদের কাছ থেকে তার বিরুদ্বে কোন একটিভিটি থাকাটা অবশ্যই দরকার ছিলো। তার ব্লগটা ফিরিয়ে দিয়ে আপনার আপনাদের কাজটা শেষ করে দিয়েছেন বলে আমার মনে হয়।

শিউর হওয়ার পর আপনাদের যা করার দরকার ছিলো নোটিশবোর্ড অথবা অন্য কোন কর্তপক্ষ ব্লগের মাধ্যমে সবাইকে তার প্রতারনার বিষয়টি সামনে নিয়ে আসা। যেসব ব্লগাররা তাকে ব্যাংক ও অন্যান্ন লিখিত পদ্বতিতে তার কাছে টাকা পাঠিয়েছিলেন তার স্ক্যান কপি আপনাদের কাছে পাঠানোর জন্য অনুরোধ করা। গত দুই দিন সে যেভাবে কোন ব্লগারের কোন কথাকে পাত্তা না দিয়েই তার নিজের নিজেই পিটাই টাইপ পোষ্ট করে গেল সেই পোষ্টেই তার সাথে সরাসরি আপনি(আপনারা) তার সাথে সরাসরি ইন্টারাকশনে যেতে পারতেন। তাকে যে ব্লক বা জেনরেল করা হয়নি, এই মিথ্যাটা সে কেন বলছে তার কাছ থেকে ব্যাখ্যা চাইতে পারতেন। ব্লগে উনার যে পরিমান হুমকি ধমকি দিলো তার ফলে কোন ব্লগারই চিটাগাং এ তার বাড়িতে যাবার সাহস পায় নাই ।

আর ইনডিভিজুয়ালী ব্লগারদের তেমন কিছু করার নাই, হ্যা তার বাড়িতে গিয়ে ২/১ টা ঢিল ছুড়ে আসতে পারে বড়জোড়। তার বেশী কিছুই করার নেই। অবশ্য তার বিরুদ্বে রোজলীনকে সাহায্যকারী ব্লগার মামলা করতে পারেন। কিন্তু একজন ব্যাক্তি একশন নেবার চেয়ে একটি প্রতিষ্টান এগিয়ে আসলে অনেক ভালো ফলাফল আসতে পারে। আর একটা কথা, একজন সাহায্য কারী সাহায্য দিয়ে প্রতারিত হয়েছি, এটা বলার চেয়ে একটি প্রতিষ্টানকে ব্যাবহার করে প্রতারনা করা হয়েছে, এটা বেশী জোড়ালো।

তাই এই প্রতারনার ইস্যুতে আপনাদের অনেক কিছু করার আছে। আমার মনে হয় এখনো খুব বেশী দেরী হয়ে যায়নি। আপনারা এই ইস্যুতে এগিয়ে আসুন। আমরা হাজারো ব্লগার আপনাদের সব ধরনের সহায়তা দেবার জন্য প্রস্তুত আছি। আমরা প্রতিবাদ প্রতিরোধ ভুলে যাইনি।

----------------------------------------------------------------------------- আমার ব্লগটি যেহেতু পুরনো, তাই, জানা আপার কমেন্ট ও আমার/আমাদের বক্তব্য পোষ্ট আকারে দিলাম। আশাকরি আপনারা আমার সাথে একমত হবেন। আসুন সবাই মিলে এই অন্যায়ের বিরুদ্বে রুখে দাড়াই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।