আমাদের কথা খুঁজে নিন

   

''হৃদপিন্ডের স্পন্দনে ভালোবাসা তোমার জন্যে''

মেঘের কোলে ভাসিয়ে দিলাম আমার যত কল্পনা রায়হান: হ্যালো মিথিলা। মিথিলা: হুম। রায়হান: হুম কি? আজ সকালে কল দিলানা যে? মিথিলা: এমনি!! আমিতো তোমায় যন্ত্রণা করি। কল দিলে তুমি বিরক্তবোধ কর। রায়হান: শুনো মিথিলা এইভাবে কথা বলোনা।

তোমার ভালোবাসার যন্ত্রণায় জ্বলতে জ্বলতে আমি শেষ। তুমি জানোনা তোমার সাথে কথা না বললে আমার ভালো লাগেনা কিছুই। কোন কাজে মন বসাতে পারিনা। আমার ব্যস্ত শহরে ঠাস বুনোটের ভীড়ে স্বপ্নের রঙতুলিতে এঁকেছি অনেক যত্ন করে তোমাকে। হঠাৎ একটা সুখের ঝড়ে তুমি এসে আমার জীবনটাকে কেমন করে দিলে! স্বপ্নে ছিলে ভালোই ছিলাম বাস্তবে দেখা দিলে কেন? স্বপ্নের শহর থেকে যখন এসেইছিলে তাহলে আমায় একা রেখে সুদূরে চলে গেলে কেন? মিথিলা: ওয়াও আমার জন্য তোমার চোখে রঙতুলির রঙে ফ্রেম করে রেখেছিলে নাকি।

আমিওতো মনের আকাশে তোমার জন্য শব্দের পর শব্দ বুনেছি। কবিতাগুলো এমন ভাবে সাজিয়েছি আজ আমার জীবন ধন্য। আমার সকল অনুভূতি দিয়ে তোমার হৃদয় ছুঁয়ে দিতে পেরেছি। আমার কাছে আমাদের এক রহস্যময় জীবন মনে হয়। রায়হান: কেন জানি আজ তোমার প্রতিটা কথার মধ্যে আমি কবিতা খুজে পাচ্ছি।

কথায় কথায় ছন্দের তাল দিচ্ছে। একটা কবিতা আবৃত্তি করোনা প্লীজ! মিথিলা: দূর যা.......কি যে বলোনা তুমি!! রায়হান: অন্তত একবার আমার জন্য বল প্লীজ। মিথিলা: সত্যি বলবো! হাসতে পারবেনা কিন্তু বলে দিলাম। রায়হান: ওকে প্রমিজ করছি হাসবোনা। মিথিলা: নিঝুম রাতে নির্ঘুম হয়ে যখন জোছনার আলোতে আলোকিত হয় সারা পৃথিবী, তখন আকাশের তারাগুলো মিতালীতে মগ্ন থাকে।

এই মিতালীপনা আমার ভালো লাগেনা, কেন জানো? ''তুমি ছাড়া''.........মন মাতানো জোছনা আমায় নিয়ে শব্দ বাদে শব্দেই সুর ছড়ায়। সুরালাপনা বিষাদে হয় একাকার, কেন জানো? ''তোমায় ছাড়া''........ শূন্য হদয়ে এলে আলেয়ার আলো হাতে এখন শুধুই স্মৃতি মাখানো দিনগুলো স্বপ্নেতে ভাসে কত স্বপ্ন,কত গল্প, কবিতা, বুনেছি আঁধারের সাথে, কেন জানো? ''তোমার জন্য'' নিঝুম রাত ছুটেছে প্রভাতের দিকে সকল অনুভবে অনুভূতিতে তোমার আমার জীবনের স্পন্দনে জীবনকথা রোপন করি স্বপ্নের তুলিতে। ফোনটা রেখে দিয়ে মিথিলা একটা গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়লো। উৎসর্গ;নিমাপু, http://www.somewhereinblog.net/blog/nima007 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।