আমাদের কথা খুঁজে নিন

   

রাজশাহীতে কারফ্যু !!!!!

ভয় পাই খুব ভয়.....। আজব এক দেশে বাসকরি আমরা , আজব এক শহরে বসবাস । আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় থাকি পড়াশুনার খাতিরে । রাত ১২টা ১টা কোন বিষয় নয়, অনেক রাত পর্যনত দোকান হোটেল চা এর দোকান খোলা থাকে এখানে । কিন্তু হঠাৎ কি যে হল পুলিশ জোর করে রাত ১০টাতেই দোকান হোটেল চা এর দোকান বন্ধ করে দিচছে । কারণ বুঝতে পারলামনা । দেশে কি রাত ১০টার পর কারফ্যু চলছে !!! রাতে খেতে গেলাম পুলিশ বলল যান যান বাসায় যান । আমি বললাম ভাই রাতের খাবার নিতে এসেছি । ওরা বলল অভ্যাস বদলান । আজব, পুলিশের কথা শুনে কি রাতে খাবার অভ্যাসই কি বদলে ফেলব ! আসল কথা হল দেশরত্ন, গনতন্ত্রের মানসকন্যা, জননেত্রী শেখ হাসিনা ২৪ তারিখ রাজশাহী আসছেন তাই ৭ দিন আগে থেকে এই নিরাপত্তা, আমাদের রাতে উপোস থাকার এই অভ্যাস অনুশীলন…… কারফ্যু ৭ দিন আগে থেকে…… আসলেও অদ্ভুত ঊটের পিঠে চলছে আমাদের এ ডিজিটাল বাংলাদেশ……

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.