আমাদের কথা খুঁজে নিন

   

রাজশাহীতে সংঘর্ষে আহত ২৫

রাজশাহী কলেজের সামনে ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন পুলিশ সদস্যও রয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।

জানা যায়, অর্ধদিবস হরতালের সমর্থনে বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু ও রাজশাহী মহানগরীর মেয়র মোসাদ্দেক হোসেন ফালুর নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটিতে বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন জোটের নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীরা পুলিশকে উদ্দেশ্য করে ব্যাপক পরিমাণ ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে অর্ধশতাধিক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষে একজন পুলিশ সদস্যসহ ২৫ জন আহত হয়েছেন।

উল্লেখ্য, টানা অবরোধ কর্মসূচির প্রথম দিন গতকাল পুলিশি নির্যাতনের প্রতিবাদে আজ রাজশাহীতে অর্ধদিবস হরতাল পালন করছে জেলা ১৮ দলীয় জোট।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.