আমাদের কথা খুঁজে নিন

   

ম্যাজিক শেল

আপাতত ঘুরপাক খাচ্ছি! ১। ম্যাজিক শেল বন্ধু হতে চাইলে হও নইলে চলে যাও যেমন করে চলে গেছে অতীত যেমন করে চলে যাচ্ছে বর্তমান ঠিক সেরকম করেই চলে যাবে ভবিষ্যত। শত্রু হতে চাইলে হও নইলে চলে যাও শক্র অথবা বন্ধুর মাঝামাঝি আরও সম্পর্ক আছে আরও আছে বিন্দু ব্যাস বৃত্ত কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত বৃত্তান্ত। তুমি অনায়াসে ঢুকে পড়তে পারো বৃত্তে তুমি ইচ্ছে করলে কেন্দ্রমূখী হতে পারো তুমি ইচ্ছে করলে পরিধির বাইরে ছুটতে পারো তুমি চাইলেই মহাকাশ থেকে উল্কাপিন্ডের মত ঝাপ দিতে পারো হৃদয়বৃত্তে খেয়ালী চিত্তে। চলে যাও কিংবা কাছে আসো দুঃখ দাও কিংবা ভালবাসো সবই তো তোমার সুঁতোর খেল সবই তো বৃত্তবন্দী ম্যাজিক শেল।

২। হবে আর কি হবে--- হবেনা গান কি থাকবে--- থাকবে না পরাণ কি জাগবে---জাগবে না বাদল কি ছুটবে--- ছুটবে না দরদ কি উপচাবে--- উপচাবে না মায়া কি ডাকবে--- ডাকবে না। হবে হবে--- সব হবে বৈরাগী বাতাস এলে ---হবে সায়াহ্নের গান--- হবে পরাণ উঠবে--- দুলে বাদল থেকে বৃষ্টি---হবে দরদ উছলিয়ে--- সাগর হবে মায়ার কাননে--- কুহুতান হবে জীবন থাকলে--- জীবিকা হবে। এমনকি পথের ফকির তারও রয়েছে চলার পথের পাথেয় বিষন্নতার চাদর সরিয়ে ফেল দেখিয়ে দাও শার্টের কলার পথই তোমাকে হিরহির করে টেনে চলবে---আলোর স্রোতে। ছবিঃ নিজস্ব এ্যালবাম (এডিটেড)।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।