আমাদের কথা খুঁজে নিন

   

ম্যাজিক ! ম্যাজিক !! ম্যাজিক !!! (৩য় পর্ব)

সব কিছু যদি সহজ করে প্রকাশ করা যেত !

বিষয় : মন্ত্রের সাহয্যে মোমবাতি নেভানো একটি জলন্ত মোমবাতি আমরা বিভিন্নভাবে নেভাতে পারি । যেমন -ফুঁ দিয়ে , বাতাস করে, পানি ঢেলে ইত্যাদি । কিন্তু আজ আমরা মোমবাতির আগুন নিভাব মন্ত্রের সাহায্যে । চলৃন দেখি - দরকার : ১। একটি কাঁচের বোল ।

২। একটি লাইটার বা ম্যাচ । ৩। একটি ছোট সাইজের মোমবাতি । ৪।

১০০ মি.লি. ভিনেগার । ৫। ০.৫ টেবিল চামচ সোডা (বাই কার্বেনট) । সতর্কতা : এই পরীক্ষাটি ১৩ বছরের নীচে কেউ করতে যাবেন না এবং সাথে অবশ্যই প্রাপ্তবয়স্ক কাউকে রাখবেন । কি করবেন : ১।

প্রথমে মোমবাতিটি বোলের মাঝখানে রাখুন । ২। তারপর ১০০ মি.লি. ভিনেগার বোলের মধ্যে সতর্কতার সহিত ঢালুন । একটু মিষ্টি গন্ধ পেতে পারেন এতে ভয় পাবেন না । ৩।

এরপর লাইটারের সাহায্যে মোমবাতিটি জ্বালিয়ে দিন । ৪। তারপর ০.৫ টেবিল চামচ সোডা ঢেলে দিন এবং একটু দূরে সরে গিয়ে নীচের মন্ত্রগুলো মনে মনে পড়ে হাতের মুঠোয় ফুঁ দিয়ে বোলের দিকে ছুঁড়ে মারুন । মন্ত্র : সামহোয়ারইন ব্লগ আমার প্রিয় ব্লগ । এখানকার মডারেটর, ব্লগার ও কমেন্টার সবাই সবার খুবই আপন ।

নিভে যাক হিংসুটের মনের হিংসার আগুন । '' (এসময় বোলের মধ্যে প্রচন্ড বুদবুদ সৃষ্টি হতে পারে । এতে ভয় পাবার কিছু নেই । ) মন্ত্র কিভাবে কাজ করে : আমরা জানি অক্সিজেন গ্যাস আগুন জ্বালাতে সাহায্য করে এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস আগুন নেভাতে সাহায্য করে । মন্ত্রের প্রভাবে বোলের মধ্যে রাখা ভিনেগার (দূর্বল এসিড) ও সোডা (বাই কর্বনেট) এর মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং অদৃশ্য কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয় ।

এগ্যাস যখন মোমবাতির আগুনের শিখার চারপাশে ঘিরে ধরে তখন অক্সিজেনের অভাবে মোমবাতির আগুন নিভে যায় ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।