আমাদের কথা খুঁজে নিন

   

সেনজেন ডায়েরী-৩

কুনমিং থেকে সেনজেন যেতে মাএ ২ ঘন্টা লেগেছিলো । পৃথিবীর অন্যতম পরিকল্পিত শহরে যাব চিন্তা করে খুব ভাল লাগছিলো । প্লেন থেকে মেঘের খেলা দেখতে ভালই লাগছিলো । সেনজেন পৌঁছে সরাসরি হোটেল এ গেলাম । হলিডে ইন এক্সপ্রেস হোটেল ।

বেশ ভাল মানের হোটেল । রাতে সেনজেন ঘুরতে বের হলাম । বেশ পরিপাটি শহর । ঘুরতে ঘুরতে চোখে পড়লো সেনজেন এর সবচেয়ে বড় বিল্ডিং । Kingkey 100 ।

১০০ তলা বিল্ডিং । পরেরদিন হুয়াউ এর ট্রেনিং সেন্টার গেলাম। চমৎকার বিল্ডিং । সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তাদের আলোর ব্যবস্হা । পুরাপুরি ন্যাচারাল আলোর ব্যবস্হা ।

ঘুরতে ঘুরতে একটি সুন্দর বাচ্চা দেখলাম । সেনজেন এর ইনফ্রাস্ট্রাকচার অন্য মানের তা তাদের রাস্তাঘাট দেখলে বোঝা যায় । হুয়াউ এর ওয়েটিং রুম এর একটি মূর্তি । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।