আমাদের কথা খুঁজে নিন

   

সেনজেন বর্ডার বিচিত্রতা



ইউরোপিও ইউনিয়নভূক্ত ২৫ টি দেশের সম্মিলিত ল্যান্ড এরিয়াকে সেনজেন এরিয়া বলা হয়ে থাকে। সেনজেনভূক্ত দেশগুলোর অনেক কিছু কমন করে দেয়া হয়েছে। তার মধ্যে একটি হলো এসব দেশের লোকজন ভিসা ছাড়া (অনেক ক্ষেত্রে কোনরকম চেকিং ছাড়াই) এই ২৫ দেশে ভ্রমণ করতে পারবে। অনেক দেশের বর্ডারের এসব কন্ট্রোল পোস্ট একেবারে উঠিয়েই দেয়া হয়েছে। এটা জার্মানি এবং অস্ট্রিয়া এর বর্ডারের একটা ছবি।

রাস্তার মাঝখানে সবুজ ঘাসে ছাওয়া যে ট্র‌্যাফিক আইল্যান্ড দেখা যাচ্চে ওখানে এককালে কন্ট্রোল পোস্ট ছিল। ২০০০ সালে তা সরিয়ে ফেলা হয়। এটা জার্মানি আর নেদারল্যান্ডস বর্ডারের একটা ছবি। এখানে বামে টার্ন নেয়ার যে লেইনটা ( রাস্তায় লেফট আ্যরো আঁকা ) দেখা যাচ্ছে ওটা নেদারল্যান্ডস এর মধ্যে পড়েছে। আর মেইন রাস্তাটা ( সোজা আ্যরো আঁকা ) জার্মানির ভিতরে।

এটা নেদারল্যান্ডস এবং বেলজিয়ামের মধ্যের বর্ডার, একটা ক্যাফের মধ্যে দিয়ে চলে গিয়েছে। বাম পাশে নেদারল্যান্ডস আর ডানে বেলজিয়াম। এই খয়েরি রংয়ের বিল্ডিংটার (Eurode Business Centre) মধ্যে দিয়ে চলে গিয়েছে নেদারল্যান্ডস এবং জার্মানির বর্ডার। এবং এই ফ্যাসিলিটির নিরাপত্তার কাজে নিয়োজিত আছে ডাচ-জার্মান পুলিশ বাহিনী সমন্বিত একটা টিম। রেফারেন্স : উইকিপিডিয়া


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।