আমাদের কথা খুঁজে নিন

   

আমি মৃত্যুহীন এক প্রাণ

যারা অন্যের সাথে প্রতারণা করে তারা প্রথমে নীজের সাথে প্রতারণা করে,কিন্তু নির্বোধ বলে তারা তা বুঝে না। আর প্রতরণার মধ্য দিয়ে প্রতারক মানুষরুপী শয়তান ও প্রেতে পরিনত হয়। কিন্তু অজ্ঞনতার ধরুন বিবেক তাদের ধ্বংশন করে না। ফলস্বরুপ,তারা পাপাচারে সুখ ভোগ করে। আমি স্বপ্নে দেখলাম আমার মৃত লাশ।

পরে দেখলাম সে লাশটির আমার জানাজা শেষে কবরে রেখে সবাই নীজ,নীজ কর্মে চলে গেল। আমি একা কবরে আমার সেই লাশের পাশে বসে রইলাম। আপনজন কেউ আমার খুঁজ নিলনা। তখন নীজেকে আমার খুব নিঃসঙ্গ,অসহায়,দুর্ভাগ্য মনে হলো। তখন খুব কাঁন্না পেল আমার,খুব কাঁদলাম।

আমার সেই কাঁন্নার পানিতে লাশ আমার কবরে ভাসতে থাকে। মনে হচ্ছিল যেন, সে লাশ আমার পৃথিবীর সাগরের বুকে ভাসছে। আর আমি যেন সে লাশের উপড় ভর করে সাগরের বুকে চলছি। চলছিতু চলছি,চলছি, হঠাৎ সে লাশটি আমার জলজ প্রাণী খেয়ে ফেল্ল। ঠিক তখনই আমি ঢুকে পড়লাম সেই জলজপ্রাণীর বুকে।

ফির,সেই জলজ প্রানের মৃত্যু হলে আমি চলে আসি অন্য জলজ প্রাণীর বুকে। সেখানে আমি বাঁচি হাজার বছর পানির বুকে ফির,হাজার বছর পর আমি চলে আসি ডাঙ্গায়। ডাঙ্গায় কখনো আমি বনজ ভয়ংকরপ্রাণী, কখনো আমি পশু, পাখি,জন্তু হয়ে বিরাজ করি। ফেরমআমি মানুষের বুকে আসি। মানুষ হয়ে হাযার বছর বিরাজ করছি এই ভবে।

আমি মৃত্যুহীন এক প্রাণ। আমি আদি থেকে অন্ত ঘুর্নমান এই পৃথিবীতে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।