আমাদের কথা খুঁজে নিন

   

সঞ্জীব'দা তুমি কই

(প্রিয় সঞ্জীব'দা স্বরণে-যিনি আমার প্রাণের সঞ্জীবণী- যিনি আমার পরক্ষ গানের শিক্ষক-তোমাকে শ্রদ্ধাঞ্জলী) মুকুল মল্লী রাতের বুকে কালা বসে আওয়াজ করে কান্না খোদ পথের চোখে অশ্রু গলে পথের ধারে এ কোন স্রোত পক্ষিকুল আজ স্তব্ধ কেন নিচ্ছে কিসের প্রতিশোধ দৈবাৎ শোকের হাওয়া আসে বোঝে না তো আমার বোধ কান পেতে রই জিকির আসে দাদা--দাদা তুমি কই কান পেতে রই রব আসে সঞ্জীব'দা তুমি কই--------------- ! তোমার শোকে চন্দ্রগ্রহন চাঁদ নেমেছে মাটিতে তোমার পড়শি পথের মানুষ চুপসে বসে পাটিতে কান পেতে রই জিকির আসে দাদা--দাদা তুমি কই কান পেতে রই রব আসে সঞ্জীব'দা তুমি কই--------------- ! সুরার টানে সাকির খোঁজে সাকিন হারা সেই তুমি তোমার জন্যে এই অরণ্যে নেমেছে আজ মরুভূমি কান পেতে রই জিকির আসে দাদা--দাদা তুমি কই কান পেতে রই রব আসে সঞ্জীব'দা তুমি কই--------------- ! ২৪ শে নভেম্বর, ২০০৮খ্রি:

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.