আমাদের কথা খুঁজে নিন

   

আপনার উইন্ডোজ কে বানিয়ে ফেলুন iPad ....আর উপভোগ করুণ iPad ar মজা !!!!

বন্ধুরা/পাঠক ভাইরা, আমার এই লেখা মূলত আপনাদের জন্যেই..,, বন্ধুরা, অ্যাপেল এ iPhone, iPod ও iPad সহ অন্যান্য পণ্য গুলো অনেক সুন্দর, তাছাড়া সেই সকল পণ্যে যে অপারেটিং সিস্টেম দেয়া থাকে তা আসলে মুগ্ধ করার মতই। আজকাল অনেকেই অ্যাপেল এর iPad পণ্য কিনে ফেলছেন বা কিনবেন সিদ্ধান্ত নিচ্ছে কিন্তু যারা গরিব (আমার মতো) তারা এই iPad নামক জিনিশটারে কেমন করে কিনবে? কিন্তু আজ আমি আপনাদের জন্য সেই ধরনের একটা আপ্লিকেশন নিয়ে উপস্থিত যা আপনার iPad ব্যবহার করার অনেক সাধ মিটিয়ে দিবে.. তাহলে আমারা iPad কিনতে পারবো না তো কি হয়েছে ব্যবহার তো করতে পারি তাইনা ?? এই সিমুলাটর দিয়ে আপনি iPad এর প্রায় সকল এর প্রায় সকল আপ্লিকেশন ব্যবহার করা যাবে। তাই আপনি যা ইচ্ছা তাই করতে পারছেন এই সিমুলাটর দিয়ে। যেমনঃ ফেসবুক, গুগল প্লাস, টুঁইটার সহ আরও অনেক কিছু, ছবি এডিটিং করার জন্য রয়েছে অনলাইন ফটোশপ, গেমস খেলার জন্যেও রয়েছে বিভিন্ন গেমস। আরও বেশি প্রয়োজন হলে আছে Apps Store তাই নতুন কোন আপ্লিকেশন এর জন্য চিন্তা নাই। আমি তো ব্যবহার করছি এখন আপনিও ব্যবহার যদি করতে চান তাহলে এক্ষনি আপ্লিকেশন টি ডাউনলোড করুণ ও উপভোগ করুণ অ্যাপেল iPad এর মজা। আর এই আপ্লিকেশন টি “Adobe AIR” সমর্থিত তাই এই আপ্লিকেশন ইন্সটল করার ঝামেলা নেই, শুধু এক্সট্রাক্ট করে নিয়ে iPadian.exe ফাইলের উপরে ক্লিক দিলেই কাহানী শুরু হয়ে যাবে..... ডাউনলোড করার জন্য ক্লিক করুণ..... http://adf.ly/345833/ipadian.googlecode.com/files/iPadian.zip

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.