আমাদের কথা খুঁজে নিন

   

জাগ্রত প্রলাপ

আমিও সুরের মত মিলিয়ে যাবো। ততদিন পর্যন্ত পাওয়া যাবে paintlove@gmail.com এ... ঘড়ির কাঁটা রাত্রি ১টা বেঁজে ২টা ছুঁয়ে যায় আমার দু'চোখের ঘুম উড়ে যায় কর্পূর, নিশাদল কিংবা কাপড়ের ভাজে রাখা ন্যাপথালিনের মত। খুঁজে পাই না সে ঘুম অনেকক্ষণ জেগে থাকি আমি নিঃসঙ্গতা সঙ্গী করে জাগে মনে ছেলেবেলা, কৈশোর, যৌবন ভুল-ভ্রান্তি কথা কত। কপালের ভাঁজে জাগে চিন্তার রেখা একাকী শুয়ে গুনি প্রহর বাকী জীবনটা কি করে কাটাবো সেই ভাবনায় জমে ক্ষত। এভাবে আরো কতটি প্রহর আমার অপেক্ষায়? বাকী সময়টুকু কি এভাবেই যাবে অস্থিরতায়? না কি আবারো হয়ে যাবো ব্যস্ত? কাজের মাঝেই অস্থিরতার ভার হবে ন্যস্ত?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।