আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের বিবেক কবে জাগ্রত হবে ?



ইদানিং আমার একটা বাজে অভ্যাস হয়েছে। তা হলো খবরের কাগজ পড়া। আজ একটা খবর পড়লাম। খবরটা পড়ে অনেক কষ্ট হচ্ছে এই ভেবে যে আসলে আমরা অনেক নিচে নেমে গেছি। দুই স্কুলের ছাত্ররা মারামারি করেছে।

একজন ছাত্র মারা গেছে ছুরিকাঘাতে (সুত্রঃ প্রথম আলো)। আমরা কি আমাদের ছেলেমেয়েদের লেখাপড়া শিখাচ্ছি? লেখাপড়া করলে ত মানুষ সভ্য হয়। তাহলে তারা কেন অসভ্য বর্বর হচ্ছে? কি শিখাচ্ছি আমরা তাদের? বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মারামারি করে। কারন তারা নানা দল করে। যখন লেখাপড়া করা উচিত তখন তারা দেশের স্বার্থ উদ্ধারে ব্যস্ত হয়।

ফলাফল হল কিছু ছাত্রের অকাল মৃত্যু আর সেশনজাম। মানুষের মধ্যে মতের অমিল ত হবেই। সবাই একিরকম হলে পৃথিবীতে বৈচিত্র্য থাকবে না। তাই বলে কি আমরা ভিন্ন মতের মানুষকে হত্যা করব? স্কুলের বাচ্চারা মারামারি করছে স্কুলের শ্রেষ্ঠত্ব নিয়ে। শুধু কি তাই তারা এবার হ্ত্যাকান্ডে জড়িয়ে পড়ল।

আচছা যারা অভিভাবক তারা কি শুধু তাদের ছেলেমেয়েরা ত্র+ পেলেই নিশ্চিত হয়ে যান। তারা কি ভাবেন না তাদের ছেলে কিংবা মেয়েটি মানুষ হতে পারছে কিনা? মানুষ হিসাবে আরেকজনকে মুল্যায়ন করে কিনা? একটাই চাওয়া আর যেন কোন সৌমেন বিশ্বাস এভাবে প্রান না দেয়। আমরা যেন নিজেদের মানুষ নামের পরিচয়টি বজায় রাখি। আমাদের বিবেক নমক বস্তুটি যেন জাগ্রত হয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।