আমাদের কথা খুঁজে নিন

   

দেখুনতো! এগুলো অশ্লিল বা আপত্তিকর কিনা?

দৃষ্টি সম্প্রসারিত করুন। কারো অজান্তে এমন একটা কাজ আপনি করছেন যা আপনার বাবা-মা সমর্থন করেনা। কিংবা আপনি বাবা-মা হলে আপনার সন্তানের ক্ষেত্রে যে কাজ আপনি আশা করেন না তা আপনি করবেন না। ব্লগে যখন প্রথম লেখা শুরু করি, তখন একটি বিষয় দেখে খুব ভাল লেগেছিল। নিয়মাবলীতে দেখেছিলাম অশ্লিল আপত্তিকর বা কারো সম্মানের প্রতি আঘাত হানে এমন বিষয় প্রকাশ করা হবে না।

ভেবেছিলাম তবে চিন্তিত হয়নি। কারন আমি জানি আমার দ্বারা সেরকম কোনো অশ্লিলতা সম্ভব নয়। শুধু আমি নই, এখানে কোনো অশ্লিল জিনিস আমার চোখে পড়ে না। কিন্তু ইদানিং ব্লগে কিছু কিছু পোষ্ট অশ্লিলতার মাত্রা একটু অতিক্রম করছে বলে আমার মনে হয়। (ক্লিক করে দেখতে পারেন, এখানে ওগুলো লিখতে আমার ভাল লাগল না।

) কিন্তু কর্তৃপক্ষ যেন শীতের কম্বল গায়ে ঘুমিয়ে আছে। উনাদের কাছে কি এগুলো দৃষ্টিকটু নয়? আমার লেখায় হয়তো সেই ব্লগারের আঘাত লাগতে পারে। কিন্তু একটা ভাবুন, আর সবাইকে ছেড়ে আমি আপনাকে নিয়ে পড়লাম কনে। গঠনমূলক লেখা নিয়ে আসতে না পারলে ব্লগ পড়েই মজা নিন। আমার পোষ্ট ১০ মিনিট সময় অতিবাহিত করতে পারেনি।

আরেকজন হাজির এইটা নিয়ে। আসলে আমরা কী। খারাপ চিন্তা-ভাবনা, গাল-গপ্প এসবের প্রতি এতটা আকর্ষণ কেন? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।