আমাদের কথা খুঁজে নিন

   

দেখুনতো চিনতে পারছেন কিনা?

সকল মানুষকে আল্লাহ তা"য়ালা পরিপূর্ণভাবে দ্বীন বুঝার এবং পালন করার তৌফিক দিন। বাড়িটি হল প্রত্যেক মানুষের আসল ঠিকানা যেটাকে কোন মানুষ কোনভাবেই অস্বীকার করতে পারেনা। আসুন আমাদের ঐ স্থায়ী ঠিকানার জন্য আমরা প্রস্তুতি নেই। sb]কবরের আযাব ক্ববর বেহেস্তের বাগান অথবা দোজখের গর্ত হযরত রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ছাল্লাম এরশাদ করেছেন : ক্ববর বেহেস্তের বাগান অথবা দোজখের গর্ত। অতএব মুত্যুকের বেশী পরিমানে স্মরণ কর, যা তোমাদের জীবনের আশা-আকাংখার উপর বালি ঢেলে দেয়।

হযরত সায়্যিদুনা আবুল হুজ্জাজ সুমালী (রাঃ) হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমায়েছেন, যখন মৃত বাক্তিকে কবরে শায়িত করা হবে, তখন কবর তাকে সম্বোধন করে বলবে, হে মানুষ! তোমার ধংশ হোক ! তুমি কেন আমার কথা ভুলে গিয়েছিলে? তুমি কি জান না যে, আমি ফেতনার গৃহ, আমি অন্ধকার গৃহ। তুমি কিসের ভিত্তিতে আমার উপর দিয়ে সদম্ভে চলাফেরা করেছিলে? যদি সে আল্লাহর নেক বান্দা হয় , তাহলে এক গায়েবী আওয়াজ কবরকে সম্বোধন করে বলবে, হে কবর! তোমার মধ্যে শায়িত ব্যক্তি যদি সৎ কাজের আদেশ দাতা হয় এবং খারাপ কাজ থেকে নিষেধকারী হয় তবে তার সাথে তুমি কিরূপ আচরণ করবে? উত্তরে কবর বলবে, যদি তাই হয় তাহলে আমি তার জন্য মনোমুগ্ধকর উদ্যানে পরিণত হব । অতঃপর সে ব্যাক্তির শরীর নূরের শরিরে পরিণত হবে এবং তার আত্না আল্লাহর দরবারে উড়ে চলে যাবে । (মুসনদে আবি ইউলা, হাদিস নং -৬৮৩৫) মুমিনকে যখন কবরে রাখা হয়, তখন তার কবর সত্তর গজ প্রশস্থ করে দেয়া হয় এবং মখমলের বিছানা বিছিয়ে খোশবু ছিটিয়ে দেয়া হয়। আর কবরকে ঈমান ও কুরআনের নূর দ্বারা আলোকোজ্জ্বল করে দেয়া হয় এবং তাকে দুলহার মত শুইয়ে দেয়া হয়।

এবার তাকে তার মাহবুব (প্রিয়জন)-ই জাগ্রত করবে। মাটি প্রতিদিন ৫টি বার ডাকতে থাকে- ১) হে মানুষ! তুমি আমার পিঠের উপর দিয়ে চলছো, একদিন তো আমার পেটের ভেতর আসবে। ২) হে মানুষ! তুমি আমার পীঠে বেস রকমারি জিনিস খাচ্ছো, কিন্তু আমার পেটে এলে তোমাকে কীট-মাঁকড়ে খাবে। ৩) হে মানুষ! তুমি আমার পীঠে বসে হাসি-তামাশা করছো, কিন্তু অতি সহসাই তুমি আমার পেটে এসে কাঁদবে। ৪) হে মানুষ! তুমি আমার পীঠে আনন্দে আছো, কিন্তু আগামী কাল আমার পেটে এসে চিন্তিত হবে।

৫) হে মানুষ! তুমি আমার পীঠের উপর গুনাহ করছো, কিন্তু আমার পেটে এলে তোমাকে শাস্তি ভোগ করতে হবে। কাফেরের ক্ববর এত সংকীর্ণ করে দেয়া হয় যে, তার পাঁজর একটি আর একটির মধ্যে ঢুকে যায় এবং উটের ঘাঁড় সদৃশ্য সাপ তার উপর ছেড়ে দেয়া হয়, যা তার গোশত খেতে থাকে। আর বাক ও শ্রবণ শক্তিহীন ফেরেস্তা হাতুড়ী দিয়ে তাকে পিটাই করতে থাকে এবং সকাল-সন্ধ্যায় তার উপর আগুনও পেশ করা হয়ে থাকে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।