আমাদের কথা খুঁজে নিন

   

`অন্য জীবন, অন্য অর্থনীতি' : ভূমিকার বদলে

' অন্য জীবন, অন্য অর্থনীতি'- পুস্তিকার লিংক : http://www.mediafire.com/?3pgumpp0jwjeoeh অন্য জীবন, অন্য অর্থনীতি বিকল্প অর্থনীতি ও স্থায়ীত্বশীল জীবনযাত্রা সম্পর্কে একটি প্রাথমিক পাঠ ভূমিকার বদলে দারিদ্র্য, অনাহার, বেকারত্ব, নারী-শিশু নির্যাতন, পরিবেশ-প্রতিবেশ ধ্বংস-ইত্যাদি হাজারো সমস্যা সৃষ্টি করে চলেছে প্রচলিত অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থা। এমন কোনো অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থা কি সম্ভব-যাতে ওইসব সমস্যা থাকবে না? আমরা বলি যে সম্ভব। অন্তত, মানুষ যদি নিজের ওপর আস্থা না হারায়, তবে তাকে একথা ভাবতে পারতে হবে। প্রশ্ন হলো-কী সেই বিকল্প? আমরা বলব যে কোনো একটা সুনির্দিষ্ট বিকল্পের নির্দিষ্ট চেহারা-ছবি আমরা এখনই দিতে চাই না, পারাও যায় না। কারণ বিকল্পগুলো ভাবনা ও অনুশীলনের মাধ্যমে নির্মাণ করার ব্যাপার। পুঁজিতন্ত্র-পুরুষতন্ত্র-নয়া উদারনীতিবাদ যেমন একদিনে গড়ে ওঠেনি, এর বিকল্প গড়ে তুলতেও সময়, পরিশ্রম, মনযোগ ও লড়াই দরকার হবে। এই পুস্তিকার উদ্দেশ্য সেই বিকল্পের জন্য সক্রিয় কর্মীদেরকে ভাবনা ও অনুশীলনের জন্য কিছু রসদ সরবরাহ। সংহতি ও ভালোবাসাসহ, অরূপ রাহী ২০০৭ http://www.mediafire.com/?3pgumpp0jwjeoeh


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.