আমাদের কথা খুঁজে নিন

   

লিবার্টি স্কয়ার থেকে অকুপাই আন্দোলনকারীদেরকে উচ্ছেদ: ইতিহাসের পুনরাবৃত্তি?

অকুপাই ওয়ালস্ট্রিট আন্দোলনের দুই মাস পূর্তি উপলক্ষে আন্দোলন কারীরা আগামী বৃহস্পতিবার “shut down Wall Street” কর্মসূচীর ডাক দেয়ার পর মার্কিন পুলিশ মধ্য রাতের দিকে(বাংলাদেশ সময় দুপর সাড়ে ১২ টা'র দিকে) লিবার্টি স্কয়ার নামে পরিচিত জুকোট্টি পার্ক থেকে আন্দোলনকারীদেরকে উচ্ছেদ করার জন্য অভিযান চালাচ্ছে। হেলিকপ্টার, বুলডোজার, স্প্রে, ইত্যাদি সহ বিপুল সংখ্যক রায়ট পুলিশ আন্দোলনকারীদের কারণে এলাকার স্বাস্থ্যগত ও আগ্নিবিষয়ক ঝুকি বেড়ে যাওয়ার অজুহাতে পার্ক পরিস্কারের নামে এই উচ্ছেদ অভিযান চালনা করছে। আন্দোলনকারীদের কে একের পর এক গ্রেফতার করা হচ্ছে, আন্দোলন কারীগণও প্রতিরোধ রচনার করার চেষ্টা করছেন। সূত্র: Police Begin Clearing Zuccotti Park of Protesters পুলিশের এই হামলাকে বলা যেতে পারে ইতিহাসের নির্মম পুনরাবৃত্তির প্রচেষ্টা: এইবার প্রহসন হিসেবে - বুর্জোয়া গণতান্ত্রিক ফ্যাসিবাদীতার নজির হয়ে .. ১৯৬৮ সালের মে মাসের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিবাদি জনতা, শ্রমিক-ছাত্র সংগঠন, নাগরিক অধিকার আন্দোলন সম্মিলিত ভাবে occupy movement এর মতোই poor peoples movement নামে একটি আন্দোলন রচনা করেছিলো, তারাও লিবার্টি স্কয়ারের মতোই ওয়াশিংডিসি'র লিংকন মেমোরিয়ালের সামনে “Resurrection City, USA” নামে এক আস্তানা গড়ে তোলে যেখানে তিন হাজার আন্দোলনকারী থাকতে শুরু করে। এক পর্যায়ে ১৯ জুন ৫৫ হাজার মানুষ এসে তাদের সাথে সংহতি জানায়।

লিবার্টি স্কয়ারের মতো তারা সেখানে বিনামূল্যে খাদ্য, স্বাস্থ্য সেবা, চাইল্ড কেয়ার সেন্টার, পত্রিকা প্রকাশনা, শিক্ষার ব্যাবস্থা, সাংস্কৃতিক কর্মকান্ড ইত্যাদির আয়োজন করেন। আন্দোলন বিপদজনক মোড় নিতে দেখে এবং গণসম্পৃক্তিতা বাড়তে থেকে মার্কিন শাসক শ্রেণী ৬ সপ্তাহের বেশি গণতন্ত্রের ধ্বজ্বা ধরে রাখেতে পারেনি। নির্মম ফ্যাসিবাদি কায়দায় ব্যাপক প্যারামিলিটারি ফোর্স ব্যাবহার করে ২৪ জুন ১৯৬৮ তে “Resurrection City" উচ্ছেদ করে। সূত্র: From the 1968 Poor People’s Campaign to Occupy Wall Street একই ভাবে Occupy Wall Street আন্দোলন ৮ সপ্তাহের মাথায় এসে বিপদজনক মোড় নেয়ার সম্ভাবনা দেখা মাত্রই মার্কিন পুজিবাদের গণতান্ত্রিকত ফ্যাসিবাদের মুখোশ উন্মোচিত হয়ে গেল। কিন্তু এবার সারা মার্কিন যুক্তরাষ্ট্র কেবল নয় সারা পৃথিবী জুড়ে অকুপাই আন্দোলনের যে বিস্তৃতি,যোগাযোগ ব্যাবস্থা, আন্দোলন কারীদের ঐক্য ও সংহতি ইত্যাদি অনেক কিছুই ১৯৬৮ সালের সাথে ২০১১ সালের পার্থক্য করে দিতে পারে, ফলে ১৯৬৮ সালের মতো কেবল "রেসারাকশান সিটি" উচ্ছেদ করার মতো করে স্রেফ লিবার্টি স্কয়ার থেকে আন্দোলনকারীদের উচ্ছেদ করলেই অকুপাই আন্দোলনকে থামিয়ে দেয়া যাবে না।

পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার রাজনৈতিক প্রতিশ্রুতি হলো গণতন্ত্র। কিন্তু পুঁজিবাদ কি তার রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষা করতে সক্ষম? গণতন্ত্র তত্ত্বগতভাবে হলেও রাজনৈতিক ক্ষমতার সমতায় বিশ্বাস করে, গণতন্ত্রের চোখে এক মানুষ এক ভোট, সবার ভোট সমান। অন্যদিকে পুঁজিবাদী অর্থনীতির মূল ভিত্তিই হলো অসমতা, অসমতা থাকে বলেই গুটি কয়েক পুঁজিপতির মালিকানায় থাকে সমাজের বেশিরভাগ সম্পদ এবং বেশিরভাগ মানুষের শ্রমের ফল মেরে দিয়েই পুঁজিপতির মুনাফার চক্র চলমান থাকে, পুঁজিবাদ টিকে থাকে, বিকশিত হয়। ফলে তত্ত্বগতভাবেই, যে পুজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা গুটি কয়েক মালিকের স্বার্থ রক্ষা করেই টিকে থাকে তার পক্ষে গণতান্ত্রিক রাজনৈতিক সমতার প্রতিশ্রুতি রক্ষা করা সম্ভব হয় না। ফলে মালিক শ্রেণীর স্বার্থে পুঁজিবাদ তার বিভিন্ন রাজনৈতিক প্রতিশ্র“তি যেমন জনগণের সম অধিকার, ব্যক্তি স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা ইত্যাদির উপর ক্রমাগত হস্তক্ষেপ করতে থাকে।

আইন-আদালত, একাডেমিক কারিকুলাম থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমের উপর মতাদর্শগত নিয়ন্ত্রণ বা হেজিমনির মাধ্যমে পুঁজিবাদ পরোক্ষভাবে এই নিয়ন্ত্রণের পরিবেশ বজায় রাখে। কিন্তু সংকটগ্রস্থ হলে এই পরোক্ষ ভাবের বিলাসিতা বাদ দিয়ে বুর্জোয়া গণতান্ত্রিক রাষ্ট্রের শাসক শ্রেণী ডাইরেক্ট একশানে চলে যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের অকুপাই ওয়াল স্ট্রিট আন্দোলনকারীদের উপর চলমান পুলিশি নির্যাতন ও সর্বশেষ লিবার্টি স্কয়ার থেকে তাদেরকে উচ্ছেদের জন্য চালানো এই অভিযান বুর্জোয়া গণতান্ত্রিক রাষ্ট্রের এই ফ্যাসিবাদী চেহারাই উন্মোচন করে দেয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.