আমাদের কথা খুঁজে নিন

   

ফালুদা @ লিবার্টি



খুব ছোটবেলায় আমরা যখন হাটহাজারী, রাঙ্গুনিয়া কিংবা ধুরং এ থাকতাম.......তখন যে কোন ধরনের শপিং করতে চট্টগ্রাম শহরে আসতে হতো। আবছা আবছা মনে পড়ে নিউমার্কেট এ আসলেই আমরা একটা দোকানে আইসক্রীম খেতাম.........আমার মা'র আবার অসম্ভব আইসক্রীম প্রীতি আছে....... এরপর ১৯৯৭ এ যখন খুলনা থেকে প্রথম চট্টগ্রাম আসি তখনও মার্কেট বলতে বুঝতাম নিউ মার্কেটকে। আর সবাই মিলে শপিং এ আসা মানেই লিবার্টির আইসক্রীম কিংবা ফালুদা......কি যে মজা লাগতো.....কত্ত যে স্মৃতি এই জায়গাটাকে ঘিরে। নিউমার্কেটে এসে লিবার্টিতে না আসলে শান্তি লাগে না....তবুও ব্যাস্ত জীবনে সবসময় যাওয়া হয়তো হয় না....... আজ একটা কাজে গিয়েছিলাম.......লিবার্টিতে ফালুদা খেলাম, আরও অনেক জায়গায় ফালুদা খাওয়ার অভিজ্ঞতা হয়েছে কিন্তু...মাত্র ৪২ টাকায় এত্ত মজার ফালুদা আদৌ কি এই শহরে কোথাও পাওয়া যায়??? আর সবচেয়ে বড় কথা....এত স্মৃতি আমাকে আর কে দেবে??????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।